31 C
Dhaka
শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪

ভেঙে পড়া ব্রিজের দায় নিচ্ছে না কর্তৃপক্ষ, দুর্ভোগ চরমে! 

লেখক থেকে আরো

২০১৬-১৭ অর্থবছরে সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা ও শোভনালী ইউনিয়নের কুন্দুড়িয়া-বাঁকড়ার সংযোগস্থলে মরিচ্চাপ নদীর ওপর ৫৪ লাখ ৪ হাজার ৬৫০ টাকা ব্যয়ে ৬০ ফুট দৈর্ঘ্য বিশিষ্ট ‘বেউলা ব্রিজ’ নির্মাণ করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।

ব্রিজটির নির্মাণ শেষ হওয়ার কয়েক বছরের মধ্যেই মরতে বসা মরিচ্চাপ নদী খননের উদ্যোগ নেয় সরকার।

খননের পর নদীর প্রস্থ ব্রিজটির তিনগুণ বাড়ে। ফলশ্রুতিতে ১৬০-১৮০ ফুট প্রস্থ বিশিষ্ট নদীর মধ্যে ৬০ ফুটের ব্রিজটি বড্ড অসহায়ত্বের সঙ্গে দিনানিপাত করতে থাকে।

টিকে থাকার নিরন্তর সংগ্রাম করেও মাথা উঁচিয়ে দাঁড়িয়ে থাকতে পারেনি ব্রিজটি। একপর্যায়ে মাঝ বরাবর ভেঙে পড়ে।তাও প্রায় দুই বছর আগের কথা। কিন্তু দেখার যেন কেউ নেই।

spot_img

সম্পর্কিত নিবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisement -spot_img

সাম্প্রতিক সংবাদ