30 C
Dhaka
শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪

ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতা থেকে বিতাড়িত করে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে : কামরুজ্জামান বিপ্লব

লেখক থেকে আরো

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ সভাপতি কামরুজ্জামান বিপ্লব বলেছেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় দেশের তরুণ সমাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। বর্তমান সময়ে দেশে গণতন্ত্র, ভোটাধিকার ও বাকস্বাধীনতা নেই। এই ফ্যাসিস্ট সরকারে ক্ষমতা থেকে বিতাড়িত করে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। আর এই লড়াইয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তরুণ সমাজের। বাকশালীদের বিরুদ্ধে চলমান গণতান্ত্রিক আন্দোলনে দেশের তরুণ সমাজকে এগিয়ে রাখতে হবে।

বৃহস্পতিবার দুপুরে আাগামী ৯ জুলাই সিলেটে তারণ্যের সমাবেশ সফল করতে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে নগরীর মদিনা মার্কেট, বাগবাড়ি সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।

এসময় মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী, সদস্য সচিব আফসর খান, যুগ্ন আহবায়ক আব্দুস সামাদ তোহেল, আবু আহমদ আনসারি, আব্দুল হাসিম জাকারিয়া, রুনু আহমদ, সৈয়দ আমির আলী, আজিজ খান সজীব,কামরুজ্জামান দিপু, আবির হোসেন মুহিন, শফিকুল ইসলাম, সালাহউদ্দীন সহ মডেল থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

spot_img

সম্পর্কিত নিবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisement -spot_img

সাম্প্রতিক সংবাদ