23 C
Dhaka
শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪

প্রধানমন্ত্রীকে ফোন করলেন তুরস্কের রাষ্ট্রপতি এরদোয়ান

লেখক থেকে আরো

তৃতীয় বারের মত নির্বাচিত তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ফোনালাপ করেন। এই ফোনালাপে দুই নেতা কুশল বিনিময় করেন এবং ১০ মিনিট ব্যাপী পরস্পরের সাথে কথা বলেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রাত ১১টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেন তুরস্কের নব নির্বাচিত প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয় দফা নির্বাচনে জয়লাভের জন্য তুরস্কের পুনর্নির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন। যেখানে ভোটারের হার ৮৬ শতাংশের উপরে ছিল।

প্রধানমন্ত্রী আনন্দ প্রকাশ করে তুরস্কের জনগণের নির্বাচনে সঠিক সিদ্ধান্ত গ্রহণের প্রতি তার আস্থার কথা জানান। যা তুরস্কের দ্বিতীয় দফার নির্বাচনে আবারও প্রমাণিত হয়েছে। তিনি বলেন, বাংলাদেশের জনগণ ২০২৩ সালের ফেব্রুয়ারির ভূমিকম্পের মতো যেকোন প্রয়োজনে তুরস্কের ভ্রাতৃপ্রতিম জনগণের পাশে দাঁড়াতে অবিচল থাকবে।

তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়্যেপ এরদোয়ান কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বাংলাদেশের ভ্রাতৃপ্রতীম জনগণ মানসিকভাবে তুরস্কের উচ্ছ্বসিত জনগণের সাথে দ্বিতীয় দফা নির্বাচনে জয়লাভ করেছে। এ লক্ষ্যে তিনি বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানান এবং দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার কামনা করেন। তিনি বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে শেখ হাসিনার সঙ্গে কাজ করার কথা পুনর্ব্যক্ত করেন।

পরিশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রেসিডেন্ট এরদোয়ান ও তার পরিবারের সদস্যদের শুভেচ্ছা জানান এবং তার মাধ্যমে যেন তুরস্কের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি অব্যাহত থাকে সেই কামনা করেন।

spot_img

সম্পর্কিত নিবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisement -spot_img

সাম্প্রতিক সংবাদ