23 C
Dhaka
শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪

গাজীপুর সিটি নির্বাচনে কোথাও অনিয়ম নেই, পরিবেশ সুন্দর: রিটার্নিং কর্মকর্তা 

লেখক থেকে আরো

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণে কোথাও কোনো অনিয়ম হয়নি বলে দাবি করেছেন রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম। তিনি বলেন, শুরু থেকেই অত্যন্ত সুন্দর পরিবেশে ভোটাররা ভোট দিচ্ছেন।

বৃহস্পতিবার (২৫ মে) গাজীপুরের ধীরাশ্রম এলাকায় জিকে আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।  

সকাল ৮টা থেকে শুরু হয়ে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এই নির্বাচনে ১১ লাখ ৭৯ হাজার ৪৭৬ জন ভোটার ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন।

রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন।

কোথাও আইনশৃঙ্খলার অবনতি হওয়ার ঘটনা পরিলক্ষিত হয়নি। কেউ অভিযোগ করেননি। ভোটাররা নির্বিঘ্নে এসে তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিয়ে যাচ্ছেন।

ইভিএমে ভোট দিলে প্রতীক ভেসে থাকছে আড়াই মিনিট- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, এই তথ্য আমার জানা নেই। যদি কোথাও কোনো কারিগরি ত্রুটি দেখা যায়, তবে আমাদের কারিগরি টিম আছে তারা দেখবে।  

এ পর্যন্ত কোথাও কোনো অনিয়মের ঘটনা ঘটেনি বলে জানান এই কর্মকর্তা। তিনি বলেন, এখন পর্যন্ত আমি মাঠে ঘুরছি।  অফিসে গেলে আমি জানাতে পারব কত পার্সেন্ট ভোট পড়ছে। সকালের দিকে পার্সেন্টেজ কম ছিল। ধীরে ধীরে বাড়ছে।  

গাজীপুরে ইভিএম নতুন- জানিয়ে রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, প্রযুক্তির পরিচয় করাতে গেলে প্রথমে মানুষ দ্বিধাদ্বন্দ্বে ভোগে। আমরা ভোটার এডুকেশন যথেষ্ট করেছি। বুথে বুথে দেখিয়ে দেওয়া হচ্ছে কীভাবে ভোট দিতে হয়।  

spot_img

সম্পর্কিত নিবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisement -spot_img

সাম্প্রতিক সংবাদ