28 C
Dhaka
শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪

গাড়িকে ঠান্ডা রাখতে এসির বদলে গোবরের প্রলেপ!

লেখক থেকে আরো

প্রচণ্ড দাবদাহে ফুটছে গোটা পশ্চিমবঙ্গ। কোথাও ৪০ ডিগ্রী, আবার কোথাও তাপমাত্রা ছাড়িয়েছে ৪১ ডিগ্রী সেলসিয়াস। একটু ঠাণ্ডার খোঁজে কেউ বেড়িয়ে পরেছেন দার্জিলিং, কেউবা দীঘা ও পুরীর সমুদ্র সৈকতে।  

কেউ আবার নিজেকে নিয়ে একবারেই চিন্তিত নয়, বড় তার ব্যবহৃত গাড়িটি কিভাবে ঠাণ্ডা থাকবে তা নিয়েই বেশি চিন্তিত।

আর তা করতে গিয়েই মজার এক ঘটনা ঘটিয়েছেন পশ্চিমবঙ্গের এক ব্যাক্তি।  

রাজ্যটির হুগলি জেলার উত্তরপাড়া বাসিন্দা সুভাষ দাস নামে ওই ব্যক্তি নিজের গাড়িকে ঠাণ্ডা রাখার জন্য পুরো গাড়ির ওপরেই গোবরের প্রলেপ লাগালেন। আবার এই কাজ করে জোর গলায় দাবিও করছেন যে এতে নাকি গাড়ি ঠাণ্ডা থাকে এবং গাড়ির উপর লাগানো গোবর প্রলেপ শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্রের (এসি) যোগ্য বিকল্প। তাহলেই ভাবুন! 

সাদা রঙের সুন্দর একটি গাড়িতে গোবর লাগিয়ে কেন এই কুৎসিত “লুক” দিয়েছেন, সেই প্রশ্নের উত্তর দিতেও বিন্দুমাত্র দেরি করলেন না সুভাষ।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) সুভাষ দাস জানান, বর্তমান সময়ে ভারতের কেন্দ্রীয় সরকারের সৌজন্যে পেট্রোল-ডিজেলের দাম লাগামহীন ভাবে বেড়েই চলেছে। যদি পেট্রোল ডিজেল দিয়ে গাড়ির ভিতর এসি চালান, সেক্ষেত্রে তার খরচ উনি বহন করতে পারবেন না। সেই কারণে উনি একটি অভিনব উপায় বের করেন, যাতে ভীষণ তাপ প্রবাহের মধ্যেও উনি যদি নিজের গাড়িতে চেপে রাস্তায় বের হন তাহলে তার কারটি ঠান্ডা থাকবে এবং তিনিও গরমের সম্মুখীন হবেন না।  

‘গরু দুধে সোনা পাওয়া যায়’ অদ্ভুত এই দাবি করে কয়েক বছর আগে হাসির খোরাক হয়ে উঠেছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।

spot_img

সম্পর্কিত নিবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisement -spot_img

সাম্প্রতিক সংবাদ