ঢাকা উত্তর সিটি করপোরেশন ও বিমানবন্দর কর্তৃপক্ষকে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের মশা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ১৪ জুনে এ সংক্রান্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে। সোমবার বিচারপতি জে বি এম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এছাড়াও মশা যেখানে যেখানে জন্মায় সেসব জায়গায় মনিটরিং বাড়ানোর পাশাপাশি কেনো জন্মায় বিস্তর জিনিস পর্যালোচনার কথা বলেছেন হাইকোর্ট।
প্রাকৃতিক ভাবে গাপ্পি মাছের সাহায্যে মশা নিধনের সঙ্গে সঙ্গে কেমিক্যাল ব্যবহার করারও পরামর্শ দিয়েছেন হাইকোর্ট।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মশার উপদ্রব থেকে সুরক্ষায় প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে ২০১৯ সালের ৩ মার্চ হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. তানভীর আহমেদ। পরে ওই রিটে প্রাথমিক শুনানি নিয়ে ২০১৯ সালের ১২ মার্চ রুল দেয় হাইকোর্ট।
রুলে শাহজালাল বিমানবন্দরে যাত্রী, দর্শনার্থীসহ অন্যদের মশার উপদ্রব থেকে রক্ষায় কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা ও উদাসীনতা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, জানতে চাওয়া হয়।