23 C
Dhaka
শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৫০৬ প্রাথমিক বিদ্যালয়

লেখক থেকে আরো

কুড়িগ্রামে প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৫০৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক পদে নিয়োগ ও পদোন্নতি না দেয়ায় অবসরজনিত কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে শিক্ষা বিভাগ

কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের চৈতার খামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খোঁজ নিয়ে জানা যায়, এ বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা আড়াই শতাধিক। এতে মোট ৮ শিক্ষক থাকলেও সম্প্রতি বদলি হওয়ায় প্রধান শিক্ষকের পদটি শূন্য হয়ে যায়। এরপর থেকে প্রধান শিক্ষক বা চলতি দায়িত্বপ্রাপ্ত কোন শিক্ষক ছাড়াই চলছে বিদ্যালয়টি।

শুধু তাই নয়, সদর উপজেলার বাসুর ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে দেড় বছর ধরে। সেখানে একজন সহকারী শিক্ষককে দায়িত্ব দিয়ে চালানো হচ্ছে বিদ্যালয়ের কার্যক্রম। একই অবস্থায জেলার ৯ উপজেলার ৫০৬টি প্রাথমিক বিদ্যালয়ের। এতে করে বিঘ্নিত হচ্ছে সহকারী শিক্ষকদের তদারকি, শ্রেণি কার্যক্রম পর্যবেক্ষণ, নিয়মিত পাঠদানসহ প্রশাসনিক কার্যক্রম।

সদর উপজেলার চৈতার খামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুবাস চন্দ্র সেন জানান, এ বিদ্যালয়ে প্রায় এক মাস হতে চলল প্রধান শিক্ষকের পদ শূন্য। কোনো সহকারী শিক্ষককে যে চলতি দায়িত্ব দেয়া হবে সেটাও দেয়া হয়নি। এতে করে পাঠদানে সহকারী শিক্ষকদের যে দেখাশোনার বিষয় সেটি নেই। যে যার মতো ক্লাস নিচ্ছে; যে যার মতো স্কুলে আসছে, আবার চলেও যাচ্ছে। এক কথায় অনেকটা হ-য-ব-র-ল অবস্থা। আমরা চাই দ্রুত এই স্কুলে একজন প্রধান শিক্ষক দেয়া হোক বা কোনো সহকারী শিক্ষককে চলতি দায়িত্ব দেয়া হোক।

একই উপজেলার প্রত্যন্ত এলাকার বাসুর ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খন্দকার আরজুমা জানায়, প্রায় দেড় বছর ধরে বাসুর ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদটি শূন্য। এ অবস্থায় একজন সহকারী শিক্ষককে চলতি দায়িত্ব দেয়া হয়েছে। কিন্তু কোনো পূর্ণাঙ্গ প্রধান শিক্ষক নিয়োগ দেয়া হয়নি। এতে করে দায়িত্ব পাওয়া উক্ত প্রধান শিক্ষক বিভিন্ন সময়ে মিটিংয়ে গেলে ক্লাস নিয়ে জটিলতা সৃষ্টি হয়। এছাড়া প্রধান শিক্ষক না থাকায় বিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপরও প্রভাব পড়ে। এজন্য প্রত্যেকটি বিদ্যালয়ে পূর্ণাঙ্গ দায়িত্ব প্রাপ্ত প্রধান শিক্ষক থাকাটা জরুরি।

spot_img

সম্পর্কিত নিবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisement -spot_img

সাম্প্রতিক সংবাদ