গত ৫ মার্চ রবিবার রাজধানীর সায়েন্সল্যাবে একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী নুরনবী আজ মঙ্গলবার দুপুর ২:৪০ এর দিকে ঢাকা মেডিকেল কলেজে ইন্তেকাল করেছেন।
নুরনবী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। তাঁর গ্রামের বাড়ি কিশোরগঞ্জ-এর কুলিয়ারচরের দড়িগাঁও এলাকায়। তিনি সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী।
গত ৫ মার্চ আহত হওয়ার পর ঢাকা মেডিকেল কলেজে ভর্তি ছিলেন নুরনবী।
ঘটনার দিন তাঁর বন্ধু মাহবুব আলম বলেন সায়েন্সল্যাবের একটা বিল্ডিংয়ের ৩ তলায় গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়ে যায়। বিস্ফোরণের সময় নুরনবী বিল্ডিংয়ের নিচে ছিল। বিস্ফোরণের কারণে ৩ তলা থেকে তার উপর ভারি জিনিস পড়ে। যে মাথায় আঘাত পায় এবং ডান পা ভেঙে যায়৷ কয়েকজন বন্ধু মিলে তাঁকে ঢাকা মেডিকেলে ভর্তি করান।
উল্লেখ্য গত ৫ মার্চ রবিবার সকাল ১০টা ৫০ মিনিটের দিকে সাইন্সল্যাব মোড়ে প্রিয়াঙ্গন শপিং মলের পাশের ভবন শিরিন ম্যানশনের তৃতীয় তলায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বেশিরভাগ হতাহতরা পথচারী ছিলেন