28 C
Dhaka
শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪

প্রথম বাংলাদেশি হিসেবে তামিমের ১৫ হাজার রানের মাইলফলক

লেখক থেকে আরো

আরও একবার ব্যর্থ হলেন তামিম ইকবাল। ৩৪তম জন্মদিনে বড় ইনিংস খেলতে পারলেন না বাংলাদেশ অধিনায়ক। তবে ২৩ রানের ছোট্ট ইনিংস দিয়েই তিনি অনন্য এক ইতিহাসে নাম লেখালেন। প্রথম বাংলাদেশি হিসেবে তামিম ছুঁয়েছেন ১৫ হাজার আন্তর্জাতিক রানের মাইলফলক। বাংলাদেশের আর কোনো ব্যাটসম্যানের ১৪ হাজার রান নেই। ১৩ হাজারের ওপর আছে শুধু সাকিব আল হাসান আর মুশফিকুর রহিমের।

আইরিশদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচের আগে এই মাইলফলকে পৌঁছতে তামিম ইকবালের প্রয়োজন ছিল ১৪ রান। নবম ওভারে মার্ক এডেয়ারের বলে ডাবলস নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রান পূর্ণ করন তামিম। এজন্য তাকে খেলতে হয়েছে ৩৮৩ ম্যাচের ৪৪৪টি ইনিংস। তামিমের এই ১৫ হাজার রানের সবগুলো অবশ্য বাংলাদেশ জাতীয় দলের হয়ে আসেনি। বিশ্ব একাদশের হয়ে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪টি টি-টোয়েন্টিতে তিনি মোট ৫৭ রান করেছিলেন।

৬৯ টেস্টের ১৩২ ইনিংসে ৩৯.০৯ গড়ে তামিমের সংগ্রহ ৫০৮২ রান। হাঁকিয়েছেন ১০টি সেঞ্চুরি আর ৩১টি ফিফটি। ওয়ানডেতে ২৩৬ ম্যাচের ২৩৪ ইনিংসে ৩৬.৬৩ গড়ে তুলেছেন ৮১৬৯ রান। সেঞ্চুরি ১৪টি আর ফিফটি ৫৫টি। টি-টোয়েন্টিতে বাংলাদেশের একমাত্র সেঞ্চুরিয়ান তামিম এই ফরম্যাটের ৭৮ ম্যাচে করেছেন ১৭৫৮ রান। গড় ২৪.০৮, স্ট্রাইকরেট ১১৬.৯৬। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে তামিম আগেই অবসর নিয়েছেন।

spot_img

সম্পর্কিত নিবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisement -spot_img

সাম্প্রতিক সংবাদ