হিফজুল কোরআন বিষয়ক মেগা রিয়ালিটি শো ও হিফজুল কোরআন প্রতিযোগিতা ‘কুরআনের নূর পাওয়ার্ড বাই বসুন্ধরা’-এর ঢাকা দক্ষিণ জোনের অডিশন শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে সকাল ৮টা থেকে এই প্রতিযোগিতার কার্যক্রম শুরু হয়। আজ সারা দিন প্রতিযোগীদের অডিশন অনুষ্ঠিত হবে।
এদিকে সকাল থেকেই ঢাকার দক্ষিণাঞ্চলের বিভিন্ন মাদরাসা থেকে শত শত হাফেজ প্রতিযোগিতায় অংশ নিতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে আসতে শুরু করেছে। তাদেরই একজন দৃষ্টিহীন হাফেজ মো. তালহা ইসলাম আওন (১১)। প্রতিযোগিতায় অংশ নিতে বাবার হাত ধরে বায়তুল মোকাররম মসজিদে এসেছে সে।
হাফেজ তালহা নারায়ণগঞ্জের পাগলা বাজারের ব্যবসায়ী মো. মফিজুল ইসলামের ছেলে ও যাত্রাবাড়ীর সাইনবোর্ড এলাকার মারকাজুল মদিনা মাদরাসার ছাত্র।
ওই মাদরাসার শিক্ষক হাফেজ জুনায়েদ বলেন, তালহা পুরোপুরি দৃষ্টিহীন। কিন্তু ও অনেক মেধাবী। মোবাইল ফোনে রেকর্ড করা অডিও শুনে শুনেই মাত্র এক বছরে হাফেজ হয়েছে সে।
তালহার বাবা মফিজুল ইসলাম বলেন, গর্ভাবস্থার মাত্র সাত মাসেই অপরিণত অবস্থায় তালহার জন্ম হয়েছে। এরপর চিকিৎসকের অবহেলায় তালহার দুই চোখই নষ্ট হয়ে যায়।
দেশের সর্ববৃহৎ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মুসল্লি কমিটির উদ্যোগে আয়োজিত হচ্ছে ‘কুরআনের নূর পাওয়ার্ড বাই বসুন্ধরা’। দেশের ৯টি বিভাগ থেকে সেরা তিনজন হাফেজ দ্বিতীয় রাউন্ড বা ঢাকা অডিশনে যোগ দেবেন। এই তিনজনকে অভিভাবকসহ ঢাকায় আনা হবে। আর ঢাকা বিভাগের দুই জোন থেকে ৯ জন করে হাফেজ দ্বিতীয় রাউন্ডে অংশগ্রহণ করবে।