22 C
Dhaka
শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪

কুড়িগ্রামের সর্বনিম্ন তাপমাত্রা, হাসপাতালে শিশুর মৃত্যু

লেখক থেকে আরো

কুড়িগ্রামে বইছে মাঝারি শৈত্যপ্রবাহ। তীব্র ঠাণ্ডা ও কুয়াশার কারণে জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। এর মধ্যে বুধবার (১৮ জানুয়ারি) ভোরে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে শীতজনিত কারণে আব্দুর রহমান নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়াও হাসপাতালে নতুন করে আরো ১০৬ জন রোগী ভর্তি হয়েছে।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের জরুরী শাখায় কর্মরত নার্সিং সুপারভাইজার জুলেখা বেগম জানান, নিউমেনিয়ায় আক্রান্ত হয়ে আব্দুর রহমান নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে কুড়িগ্রাম পৌরসভার মুন্সিপাড়া এলাকার জাহাঙ্গীরের ছেলে।

ঘটনার সত্যতা স্বীকার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডা. শাহীনুর রহমান সরদার জানান, নিউমেনিয়ায় আব্দুর রহমান নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার হাসপাতালে মোট ৩১১ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ডায়রিয়া ওয়ার্ডে ৪৫জন, শিশু ওয়ার্ডে ৫৩ জন এবং অন্যরা জেনারেল ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছে।

এদিকে জেলার রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগার কেন্দ্র জানিয়েছে, বুধবার এ বছরে জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

spot_img

সম্পর্কিত নিবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisement -spot_img

সাম্প্রতিক সংবাদ