25 C
Dhaka
সোমবার, নভেম্বর ১১, ২০২৪

২০২২ সালে নেদারল্যান্ডসের দ্বিতীয় জনপ্রিয় নাম ‘মোহাম্মদ’

লেখক থেকে আরো

সদ্য বিদায়ী বছর ২০২২-এ নেদারল্যান্ডসের নবজাতক ছেলেদের জনপ্রিয় নামগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ‘মোহাম্মদ’।

শুক্রবার আনাদোলু এজেন্সি এই তথ্য নিশ্চিত করে।

সংবাদমাধ্যমটি জানায়, নেদারল্যান্ডসে গত বছর নাম রাখার ক্ষেত্রে ধর্মকে বিশেষভাবে বিবেচনা করা হয়েছে।

ডাচ সোশ্যাল ইন্স্যুরেন্স ব্যাংক (এসভিবি) প্রকাশিত তথ্য অনুসারে জানা গেছে, নবজাতক ছেলেদের নাম রাখার তালিকায় শীর্ষে ছিল ‘নুহ’। গোটা দেশে সর্বমোট ৮৭১টি ছেলে নবজাতকের এই নাম রাখা হয়েছে। এরপরই আছে ‘মোহাম্মদ’। এই নামে নামকরণ করা হয়েছে মোট ৬৭১টি ছেলে নবজাতকের।

আর মেয়েদের নামের তালিকায় শীর্ষে ছিল ‘এমা’। মোট ৬৭৭টি মেয়ে নবজাতকের এই নাম রাখা হয়েছে।

সূত্র : আনাদোলু এজেন্সি ও জিও নিউজ

spot_img

সম্পর্কিত নিবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisement -spot_img

সাম্প্রতিক সংবাদ