21 C
Dhaka
শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

পোলাও মজা না হওয়ায় মাকে পিটিয়ে আহত, বাবাকে হত্যা

লেখক থেকে আরো

নরসিংদীর বেলাবতে মানসিক ভারসাম্যহীন ছেলের লাঠির আঘাতে অছিমউদ্দিন (৮২) নামে এক বাবার মৃত্যু হয়েছে। এ সময় আলফেজ ফেসানি নামে ওই ছেলের লাঠির আঘাতে তার মা রহিমা বেগমও আহত হন।

রোববার (৮ জানুয়ারি) রাত সাড়ে ১২টায় উপজেলার সল্লাবাদ ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।  পুলিশ ঘটনাস্থল থেকে ছেলে আলফেজ ফেসানিকে আটক করেছে।

পুলিশ ও মৃতের স্বজনরা জানান, আলফেজ ফেসানী দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন। বর্তমানে তার চিকিৎসা চলছে।

রোববার রাতে বাড়ির পাশে তালুকদার বাড়িতে ওয়াজ হচ্ছিল। এ কারণে বাড়িতে তেমন কেউ ছিল না। রাত সোয়া ১২টার দিকে সে বাবা ও মায়ের সঙ্গে ঘরে পোলাও খেতে বসে। এ সময় পোলাও মজা হয়নি এমন কথা বলে আলফেজ ফেসানি প্রথমে তার মাকে লাঠি দিয়ে মারধর করে।  পরে তার বাবা প্রতিবাদ করলে তার মাথায় লাঠি দিয়ে আঘাত করে সে। এতে ঘটনাস্থলেই তার বাবার মৃত্যু হয়।

এ ঘটনায় বেলাব থানায় মৃতের মেয়ে তাপসী আক্তার বাদী হয়ে ভাই আলফেজ ফেসানিকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন।

বেলাব থানার পরিদর্শক (তদন্ত) মো. ফরিদ উদ্দিন  বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আর ছেলেকে গ্রেফতার করা হয়েছে।

spot_img

সম্পর্কিত নিবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisement -spot_img

সাম্প্রতিক সংবাদ