31 C
Dhaka
শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪

এবার বাগেরহাটে কৃষককে কুপিয়ে হত্যা

লেখক থেকে আরো

বাগেরহাটের কচুয়া উপজেলায় পূর্ব শত্রুতার জেরে মো. মোজাহার মোল্লা (৬০) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। আহত হয়েছেন আরও সাতজন।

শনিবার সকালে কচুয়া উপজেলার গজালিয়া ইউনিয়নের আলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের মাঠে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিভিন্ন বিষয় নিয়ে ওই এলাকার মোল্লা ও শেখ এই দুই বংশের লোকজনের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। মো. মোজাহার মোল্লা আলিপুর গ্রামের প্রয়াত জোনাব আলী মোল্লার ছেলে।

বাগেরহাট জেলা পুলিশের গণমাধ্যম শাখার সমন্বয়কারী পরিদর্শক এস এম আশরাফুল আলম বলেন, সকালে আফসার শেখ গ্রুপের লোকজন দুই পক্ষের মধ্যে বিরোধপূর্ণ জমিতে ধানের বীজতলার কাজ করছিল। সে সময় হাফিজুর মোল্লা গ্রুপের লোকজন বাঁধা দিতে আসলে শেখ গ্রুপের লোকজন মোজাহার মোল্লাকে (৫৫) ধারালো অস্ত্র দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করে। বেলা সাড়ে ১০টার দিকে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছেন। বর্তমানে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত আছে।

spot_img

সম্পর্কিত নিবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisement -spot_img

সাম্প্রতিক সংবাদ