27 C
Dhaka
শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

জন্মস্থানে যেভাবে বরণ করা হলো মেসিকে

লেখক থেকে আরো

দেড় দশক ধরে যে শিরোপাটির খুঁজে হন্যে হয়ে ঘুরেছেন, সেটিই এখন লিওনেল মেসির হাতের মুঠোয়। কদিন আগেও যে মুকুটটি জিততে না পারাকে মেসির ক্যারিয়ারের সবচেয়ে বড় আক্ষেপ বলে মনে হচ্ছিল, সেই মুকুটটি এখন মেসির মাথায়। রোজারিওর ছোট্ট জাদুকর যে এখন বিশ্ব চ্যাম্পিয়ন।

নিজ ভূমিতে মেসিকে বরণও করা হয়েছে তাই রাজার বেশে। বিশ্বকাপ ট্রফি হাতে বুয়েনস এইরেসে পৌঁছাতেই মানব ঢল নামে চ্যাম্পিয়নদের এক পলক দেখতে। এর মধ্য দিয়ে আর্জেন্টাইনদের ৩৬ বছরের শিরোপা তৃষ্ণাও মিটেছে আর্জেন্টাইনদের। মেসিদের বিশ্বকাপ জয়ের উৎসবে অংশ নিতে প্রায় ৫০ লাখ জনতার ঢল নেমেছে বুয়েনস এইরেসের রাস্তায়।

বুয়েনস এইরেসের শিরোপা উৎসব শেষে মেসি চলে যান জন্মস্থান রোজারিওতে। বাকি সতীর্থদের বিদায় জানালেও এ সময় মেসির সঙ্গে ছিলেন রোজারিওর আরেক উজ্জ্বল মুখ বিশ্বকাপ ফাইনালে গোল করা আনহেল দি মারিয়াও।

জন্ম শহরেও উৎসবমুখর পরিবেশে বরণ করে নেওয়া হয় বিশ্বকাপজয়ী এই মহাতারকাকে। রোজারিওতে মেসি-মারিয়ার সঙ্গে দেখা যায় একই শহর থেকে ওঠে আসা সাবেক ফুটবলার ও কোচ কিলি গনসালেসকেও। তাঁরা একসঙ্গে ছবিও তুলেন।

spot_img

সম্পর্কিত নিবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisement -spot_img

সাম্প্রতিক সংবাদ