30 C
Dhaka
শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪

ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্প: নিহত ২০, আহত ৩০০

লেখক থেকে আরো

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় বেশ কয়েক সেকেন্ড ধরে ভূমিকম্প হয়েছে। পাঁচ দশমিক ছয় মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ওয়েস্ট জাভার সিয়ানজুর এলাকায় বলে রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

স্থানীয় সময় সোমবার ভূমিকম্পে প্রায় ২০ জনের প্রাণহানি ঘটেছে। এতে অন্তত ৩০০ জন আহত হয়েছে।

জাকার্তা থেকে ৭৫ কিলোমিটার দূরের ওই স্থানে মাটির ১০ কিলোমিটার গভীরে এর উৎপত্তি বলে জানিয়েছে আবহাওয়া এবং ভূতাত্ত্বিক সংস্থা বিএমকেজি। ভূমিকম্পের পর সুনামির সতর্কতা দেয়া হয়নি।

রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, জাকার্তার বাণিজ্যিক এলাকার অফিস থেকে লোকজন বাইরে বেরিয়ে এসেছে। ভবনগুলো কাঁপতে দেখা গেছে এবং আসবাবপত্র বেশ জোরে নড়তে দেখা গেছে।

মেট্রো টিভিতে দেয়া এক সাক্ষাৎকারে সিয়াঞ্জুর প্রশাসনের প্রধান হারম্যান সুহেরম্যান বলেন, আমি বর্তমানে যে তথ্য পেয়েছি, শুধু এক হাসপাতালেই প্রায় ২০ জনের মরদেহ রয়েছে। এছাড়া অন্তত ৩০০ জনকে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের মধ্যে বেশিরভাগই ভবনগুলোর ধ্বংসাবশেষে চাপা পড়ে আহত হয়েছে।

সূত্র রয়টার্স

spot_img

সম্পর্কিত নিবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisement -spot_img

সাম্প্রতিক সংবাদ