রাশিয়াকে ড্রোন সরবরাহ করছে ইরান। ইউক্রেন ও দেশটির পশ্বিমা মিত্ররা দীর্ঘদিন যাবত এই অভিযোগ করে আসলেও ইরান বিষয়টি অস্বীকার করে আসছিল।
কিন্তু গত সপ্তাহে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ান রাশিয়াকে ড্রোন সরবরাহের তথ্য স্বীকার করেন। তবে তিনি বলেন, রাশিয়াকে ড্রোন প্রদান করা হয়েছে ইউক্রেন যুদ্ধের আগে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এই স্বীকারোক্তির পর রবিবার রাত্রে দেওয়া এক বক্তৃতায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইরানের ড্রোন নিয়ে কথা বলেন। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, রাশিয়াকে ইরান ড্রোন সরবরাহের কারণে যুদ্ধ দীর্ঘায়িত হচ্ছে।
ইউক্রেনের এই প্রেসিডেন্ট বলেন, ইরান রাশিয়ার ‘সন্ত্রাসী’ শাসককে সমর্থন দিচ্ছে। তেহরান যুদ্ধ দীর্ঘায়িত করতে সহায়তা করছে।
এর মাধ্যমে রাশিয়ার আগ্রাসন বিশ্বের ওপর হুমকি দীর্ঘায়িত করছে। জেলেনস্কি বলেন, ইরান রাশিয়াকে অস্ত্র সহায়তা না দিলে ইউক্রেন শান্তির কাছাকাছি থাকতো। অর্থাৎ রাশিয়া ইউক্রেনের সঙ্গে শান্তি সমঝোতায় রাজি হতো।
সূত্র: আল জাজিরা