ব্রিটেনের এক প্রধানমন্ত্রী লন্ডনের ১০ নং ডাউনিং স্ট্রিট ছেড়ে যাচ্ছেন অপর একজন দুপুরের আগেই সেখানে প্রবেশ করতে যাচ্ছেন।
কনজারভেটিভ পার্টির নেতৃত্বের প্রতিযোগিতায় জয়ী হওয়ার পর স্থানীয় সময় মঙ্গলবার সকালেই আনুষ্ঠানিকভাবে দেশটির প্রধানমন্ত্রী হচ্ছেন ঋষি সুনাক (৪২) ।
যুক্তরাজ্যের কনজারভেটিভ দলের প্রথম ভারতীয় বংশোদ্ভূত নেতা হিসেবে এদিন সুনাক রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করতে বাকিংহাম প্যালেসে যাবেন আর সেখানে রাজা তাকে সরকার গঠনের আমন্ত্রণ জানাবেন।
সাত সপ্তাহের মধ্যে যুক্তরাজ্যের তৃতীয় নেতা হচ্ছেন সুনাক এবং স্থানীয় সময় ১১টা ৩৫ মিনিটে ১০ নং ডাউনিং স্ট্রিটের সামনে তিনি প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণ দেবেন বলে ধারণা করা হচ্ছে, জানিয়েছে বিবিসি।
তারপর তার মন্ত্রীসভায় কারা কারা পদ পাচ্ছেন তা জানার জন্য ব্রিটেনের সব চোখ তার দিকেই তাকিয়ে থাকবে।
বিদায়ী প্রধানমন্ত্রী লিজ ট্রাস সোয়া ১০টায় রাজার কাছে আনুষ্ঠানিক পদত্যাগ পত্র দেওয়ার আগে তার মন্ত্রিসভার শেষ বৈঠকে সভাপতিত্ব করবেন। মন্ত্রিসভার বৈঠকটি সকাল ৯টায় শুরু হবে।
রাজার কাছে পদত্যাগ পত্র দিতে যাওয়ার আগে ১০ নং ডাউনিং স্ট্রিটের সামনে ট্রাস তার দর্শনার্থীদের সামনে একটি বিবৃতি দেবেন।
সোমবার কনজারভেটিভ দলের এমপিরা সুনাককে নেতা নির্বাচিত করার পর প্রথম ভাষণে যুক্তরাজ্য ‘গভীর অর্থনৈতিক চ্যালেঞ্জের’ মুখে বলে সতর্ক করে একাগ্রতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করে যাওয়ার অঙ্গীকার করেছেন।
দলকে সতর্ক করে দিয়ে সুনাক বলেছেন, তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, নতুবা দল (কনজারভেটিভ পার্টি) শেষ হয়ে যাবে।
এদিকে লিজ ট্রাসের পদত্যাগের পর বিরোধী দল লেবার, স্কটিশ ন্যাশনাল পার্টি, লিবারেল ডেমোক্র্যাটস ও গ্রিন পার্টি সাধারণ নির্বাচনের দাবি তুলে বলেছে, যুক্তরাজ্যের পরবর্তী নেতার বিষয়ে কনজারভেটিভ পার্টির পরিবর্তে জনগণের সিদ্ধান্ত নেওয়া সময় এসেছে।
যদিও সুনাক আগাম সাধারণ নির্বাচনের প্রস্তাব বাতিল করে দিয়েছেন।
ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টিতে বিরাজমান বিশৃঙ্খলা ও ৪০ বছরের মধ্যে যুক্তরাজ্যের সর্বোচ্চ মুদ্রাস্ফীতি সামলাতে সুনাককে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে বলে ধারণা পর্যবেক্ষকদের।