27 C
Dhaka
শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪

চ্যাম্পিয়ন্স লিগে কোপেনহেগেনের মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার সিটি

লেখক থেকে আরো

চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের চতুর্থ ম্যাচে কোপেনহেগেনের মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার সিটি। ড্যানিশ ক্লাবটির বিপক্ষে জিতলেই দুই ম্যাচ হাতে রেখে নকআউট পর্ব নিশ্চিত করবে সিটিজেনরা। আরেক ম্যাচে, ইসরাইলি ক্লাব মাকাবি হাইফার মুখোমুখি হবে য়্যুভেন্তাস। দুটি ম্যাচই শুরু হবে মঙ্গলবার (১১ অক্টোবর) বাংলাদেশ সময় রাত পৌনে ১১টায়।

চলতি মৌসুমটা যেনো আশীর্বাদ হয়ে এসেছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটির জন্য। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ৬ ম্যাচেই জিতেছে তারা। এক আর্লিং হল্যান্ড ইতিহাদে পাড়ি জমানোর পর থেকে যেনো নতুন উদ্যমে ছুটছে পেপ গার্দিওলার দল। যার ধারাবাহিকতা ধরে রেখেছে চ্যাম্পিয়ন্স লিগেও। সিটিজেনদের থামায় এমন সাধ্য কার?

চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে প্রথম তিন ম্যাচই জিতে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যান সিটি। গোল ব্যবধান ১০। বাকি আছে আরো ৩ ম্যাচ। তারই ধারাবাহিকতায় এবার কোপেনহেগেনের মাঠে আতিথ্য নেবে ইপিএলের বর্তমান চ্যাম্পিয়নরা। ড্যানিশ ক্লাবটির বিপক্ষে জিতলেই ২ ম্যাচ হাতে রেখে নকআউট পর্ব নিশ্চিত হয়ে যাবে সিটিজেনদের।

ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা বলেন, ‘আপাতত কোপেনহেগেনের বিপক্ষে ম্যাচটা নিয়েই ভাবছি। আমরা চেষ্টা করছি সবার আগে গ্রুপ পর্বের বাধা টপকাতে। আমাদের এই ম্যাচটা জিততেই হবে। বিশ্বকাপ শেষ করে এসে যেনো আমরা সরাসরি নকআউট পর্বে খেলতে পারি সেই চেষ্টাই থাকবে।’

চ্যাম্পিয়ন্স লিগের চলতি মৌসুমে এখন পর্যন্ত ৫ গোল করে শীর্ষে আছেন নরওয়েজিয়ান তারকা আর্লিং হল্যান্ড। আর ৪ অ্যাসিস্ট হুয়াও ক্যানসেলোর। দু’জনেই থাকছেন পেপ গার্দিওলার সেরা একাদশে। পাশাপাশি ডি ব্রুইনা, গ্রিলিশ, রদ্রি আর ফোডেনদের সমন্বয়ে শক্তিশালী দল নিয়ে জয়ের লক্ষ্যে কোপেনহেগেনের মাঠে নামবে ম্যান সিটি।

গ্রুপ পর্বের আরেক ম্যাচে, য়্যুভেন্তাস আতিথ্য নেবে ইসরাইলের ক্লাব মাকাবি হাইফার। এইচ গ্রুপে ইতোমধ্যে পিএসজি ও বেনফিকা ৭ পয়েন্ট নিয়ে নকআউট পর্বে ওঠার দৌড়ে এগিয়ে আছে। ৩ ম্যাচ খেলে ২ টি করে জয় আছে দু’দলের।

কিন্তু য়্যুভেন্তাস মাত্র এক জয়ে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপের তিনে আছে। আর তাদের প্রতিপক্ষ মাকাবি বিনা পয়েন্টে চারে অবস্থান করছে। তাই মাকাবির হারানোর কিছু না থাকলেও, ম্যাচটা গুরুত্বপূর্ণ তুরিনের ওল্ড লেডিদের জন্য। কারণ নকআউটে ওঠার ভাগ্যটা যে সুতোয় ঝুলে আছে অ্যালেগ্রির শিষ্যদের। পয়েন্ট খোয়ালেই ছিটকে যেতে হবে আসর থেকে।

spot_img

সম্পর্কিত নিবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisement -spot_img

সাম্প্রতিক সংবাদ