23 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ২৮, ২০২৪

ক্যারিবিয়ান কিংবদন্তিও শুভেচ্ছা জানিয়েছেন বুমরাহকে

লেখক থেকে আরো

স্টুয়ার্ট ব্রডের এক ওভারে ৩৫ রান তুলে বিশ্ব রেকর্ড গড়েছেন ভারতের জাসপ্রীত বুমরাহ। টেস্টে এক ওভারে সর্বোচ্চ রান তোলার এ রেডর্কটি আগে ছিল উইন্ডিজের সাবেক ক্রিকেটার ব্রায়ান লারার দখলে। লারার রেকর্ড বুমরাহ দখলে নেয়ায় ভারতীয় পেসারকে শুভেচ্ছা জানিয়েছেন ক্যারিবীয় কিংবদন্তি।

এজবাস্টন টেস্টে শনিবার (২ জুলাই) ভারতের জাসপ্রীত বুমরাহকে করা ওভারে ব্রডের প্রথম বলেই চার হয়। এরপরের বলে ওয়াইডসহ পাঁচ রান দেন ইংলিশ পেসার। পরে নো বলে ছক্কা হাঁকান বুমরাহ। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বলেও চার নেন বুমরাহ। পঞ্চম বলে ফের ছক্কা মারেন ভারতীয় পেসার, শেষ বলে নেন এক রান। ২০০৩ সালে জোহানেসবার্গে রবিন পিটারসেনের এক ওভারে ২৮ রান নিয়েছিলেন ব্রায়ান লারা।

১৯ বছর পর লারার রেকর্ড ভাঙলেন বুমরাহ। ক্যারিবিয়ান কিংবদন্তিও শুভেচ্ছা জানিয়েছেন বুমরাহকে। শুভেচ্ছা জানিয়ে এক টুইটে লারা লেখেন, ‘তরুণ জাসপ্রীত বুমরাহকে শুভেচ্ছা জানাতে আপনারা আমার সঙ্গে যোগ দিন। টেস্টের ইতিহাসে এক ওভারে সর্বাধিক রানের রেকর্ড ভেঙেছে ও। ওয়েল ডান।

বুমরাহ-লারার পর তালিকায় তিন নম্বরে রয়েছেন অস্ট্রেলিয়ার জর্জ বেলি। তিনি ২০১৩ সালে জেমস অ্যান্ডারসনের  বিরুদ্ধে ২৮ রান নিয়েছিলেন। চারে রয়েছেন দক্ষিণ আফ্রিকার বাঁহাতি কেশব মহারাজ। তিনি জো রুটের বিরুদ্ধে ২০২০ সালের পোর্ট এলিজাবেথ টেস্টে ২৮ রান করেন।

প্রসঙ্গত, এজবাস্টন টেস্টে রিশভ পন্ত ও রবীন্দ্র জাদেজার জাদুতে প্রথম ইনিংসে ৪১৬ রান তোলে ভারত। জবাবে ব্যাট করতে নেমে বিপদে পড়েছে ইংল্যান্ড। দ্বিতীয় দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ৮৪ রান, ক্রিজে আছেন জনি বেয়ারস্টো এবং বেন স্টোকস।

spot_img

সম্পর্কিত নিবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisement -spot_img

সাম্প্রতিক সংবাদ