27 C
Dhaka
শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪

হরতালে তেমন কোনো প্রভাব নেই, ঢাকায় চলছে বাস

লেখক থেকে আরো

বিএনপি-জামায়াতসহ অন্যান্য দলের রোববারের (২৯ অক্টোবর) হরতাল চলছে। সারাদেশে দিনব্যাপী ডাকা এই হরতালের শুরুতে রাজধানীতে কোনো প্রভাব লক্ষ্য করা যায়নি।

সকাল থেকে রাজধানীতে গণপরিবহন চলাচল করছে। দোকানপাট খুলতে শুরু করেছে।

সকালে সদরঘাট থেকে বিভিন্ন রুটে বাসগুলো ছেড়ে যাচ্ছে। তবে সকালের দিকে যাত্রী কিছুটা কম।

সদরঘাটের কাছে ভিক্টোরিয়া পার্কের সামনে থেকে মিরপুর, গাজীপুর, সাভারসহ বিভিন্ন রুটে বাসগুলো ছেড়ে যেতে দেখা গেছে। সেসব রুটের বাসগুলোও নির্বিঘ্নে গন্তব্যে চলে এসেছে।

সকালে মিরপুর-১২ নম্বর থেকে বিহঙ্গ পরিবহনের ভাড়া নিয়ে চলে এসেছেন চালক আব্দুল মতিন। তিনি বলেন, বাস চলছে। সারাদিনই বাস চালাব। মিরপুর থেকে আসতে কোথাও কোনো বাধা পাইনি। কোথাও কোনো মিছিলও দেখিনি।

মিরপুর-১ ও জাতীয় চিড়িয়াখানা রুটে চলাচলকারী তানজীল পরিবহনের চালক স্টিয়ারিংয়ে বসে আছেন, আর তার সহকারী আলম যাত্রীদের ডাকছেন।  

আলম বলেন, আমরা প্রথম ট্রিপ শুরু করছি। আজ রোববার হলেও যাত্রী কিছুটা কম। কারণ হিসেবে তিনি বলেন, হরতালে ঢাকার বাইরের বাস চলাচল করলে যাত্রী বেশি থাকে। তাই যাত্রী কম।  

ভিক্টোরিয়া পার্কের সামনের সামদানী পেট্রোল পাম্প সকাল ৭টায় খুলতে দেখা যায়। পেট্রোল পাম্পের সামনের রিকশাচালক জামালপুরের জাকির হোসেন বলেন, আজ যে হরতাল, বোঝাই তো যায় না।

পুরান ঢাকার জনসন রোডের মা ফার্মেসির মালিক নিবাস সকাল সাড়ে ৭টার দিকে দোকান খুলেছেন। তিনি বলেন, হরতাল নেই, সব চলে।

এদিকে হরতালকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে। ভিক্টোরিয়া পার্কের সামনে দায়িত্বরত পুলিশ সদস্য জানান, হরতালের কোনো প্রভাব লক্ষ্য করা যাচ্ছে না। গণপরিবহনসহ সবকিছুই চলছে। আমরা সতর্ক অবস্থায় আছি।

spot_img

সম্পর্কিত নিবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisement -spot_img

সাম্প্রতিক সংবাদ