28 C
Dhaka
শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

বিবেকের চাপ অনুভব করছি, বিদেশি নয় : কাদের

লেখক থেকে আরো

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিদেশিদের কোনো চাপ অনুভব করছে না আওয়ামী লীগ। তবে নিজেদের বিবেকের চাপ অনুভব করছে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেছেন, ‘আমরা চাপ অনুভব করব কেন? ফ্রি, ফেয়ার ইলেকশন করা আমাদের কমিটমেন্ট।

এখানে চাপ অনুভব করব কেন? যদি বলেন চাপ, তাহলে বিবেকের চাপ। বিদেশিদের দৌড়ঝাঁপে সরকার কোনো চাপ অনুভব করছে না।’

এদিন বেলা সোয়া ১১টায় আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের অষ্টম তলায় মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে আওয়ামী লীগের কয়েকজন নেতার বৈঠক শুরু হয়, যা শেষ হয় সাড়ে ১২টায়।

বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের বিভিন্ন লেনদেন আছে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজমান।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আমাদের পার্টি অফিসে এসেছিলেন। তারা আমাদের এই অফিসে আগে কখনো আসেননি। তিনি আসলেন, দেখে গেছেন।’

শেখ হাসিনার অধীনে বাংলাদেশে স্বাধীন নির্বাচন কমিশন হয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘গণতন্ত্রকে রক্ষা করা এটা আমাদের পবিত্র দায়িত্ব।এ দায়িত্ব আমরা পালন করে যাচ্ছি।’

spot_img

সম্পর্কিত নিবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisement -spot_img

সাম্প্রতিক সংবাদ