22 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪

বিএনপিপন্থি আইনজীবীদের বিক্ষোভ, সর্তক অবস্থানে পুলিশ

লেখক থেকে আরো

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার রায় আজ বুধবার ঘোষণা করা হবে। রায়কে ঘিরে সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সামনে বিক্ষোভ মিছিল করছেন বিএনপিপন্থি আইনজীবীরা।

আদালতের বাইরে ব্যানার, ফেস্টুন হাতে তারা অবস্থান করছেন, স্লোগান দিচ্ছেন।

আওয়ামী লীগপন্থি আইনজীবীরা কোর্টরুমের ভেতরে অবস্থান করছেন, যেখানে রায় ঘোষণা করা হবে। অন্যদিকে কোর্টরুমে ভেতরে, বাইরে সর্তক অবস্থানে আছে পুলিশ।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের বিরুদ্ধে ২০০৭ সালের দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার রায় ঘোষণার জন্য আজ দিন ধার্য করা হয়।

অবৈধ উপায়ে ৪ কোটি ৮২ লাখ টাকার সম্পদ অর্জন এবং সম্পদ বিবরণীতে ২ কোটি ১৬ লাখ টাকার তথ্য গোপন করার অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর কাফরুল থানায় তারেক, জোবাইদা ও জোবাইদার মা সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে মামলাটি করে দুদক। তদন্ত কর্মকর্তা ২০০৯ সালের ৩১ মার্চ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করেন। তবে জোবাইদার মায়ের বিরুদ্ধে বিচার কার্যক্রম বাতিল করা হয়।

spot_img

সম্পর্কিত নিবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisement -spot_img

সাম্প্রতিক সংবাদ