28 C
Dhaka
শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪

বিএনপিকে সোহরাওয়ার্দীতে সমাবেশের অনুমতি দিয়েছে ডিএমপি 

লেখক থেকে আরো

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসমাবেশ করতে বিএনপিকে অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।  

তবে জনসমাবেশ করতে দলটিকে বেশ কিছু শর্তও দিয়েছে ডিএমপি।

সোমবার (৩১ জুলাই) ডিএমপি সদর দপ্তরের যুগ্ম কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, শর্তসাপেক্ষে বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে জনসমাবেশের অনুমতি দেওয়া হয়েছে।

সমাবেশকে কেন্দ্র করে সড়কে প্রতিবন্ধকতা, গাড়ি ভাঙচুর কিংবা গাড়িতে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটলে পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে। সমাবেশ কেন্দ্র করে কোনো ধরনের অস্থিরতা সৃষ্টি হলে পুলিশ আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেবে।

এছাড়াও বিএনপির সমাবেশে দণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তির বক্তব্য প্রচার করা যাবে না বলেও উল্লেখ করেন পুলিশের এই কর্মকর্তা।  

এর আগে, শনিবার (২৯ জুলাই)  সন্ধ্যায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, গত শুক্রবার দেখা গেছে বিএনপির সমাবেশ থেকে হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে বিএনপি’র বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্য প্রচার করা হয়েছে।

spot_img

সম্পর্কিত নিবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisement -spot_img

সাম্প্রতিক সংবাদ