শেখ হাসিনার পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার একদফা দাবিতে মিরপুরে বিএনপির পদযাত্রায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। দলটির অভিযোগ, ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা করেছেন।
মঙ্গলবার (১৮ জুলাই) দুপুর ১১টা ৫৫ মিনিটে গাবতলী থেকে পদযাত্রা শুরু হয়ে সরকারি বাঙলা কলেজ এলাকায় এলে এ হামলার ঘটনা ঘটে।
এ সময় পদযাত্রাটির একটি অংশের ওপর সরকারি বাঙলা কলেজের ভেতর থেকে ইটপাটকেল ছোড়া হয়।
তখন পদযাত্রা থেকে বিএনপির কিছু নেতাকর্মীরা কলেজ গেটে ভাঙচুর করে। তবে এ ঘটনার পরও পদযাত্রাটি থামেনি, সামনে এগিয়ে যায়।
পদযাত্রাটির শেষ অংশ বাঙলা কলেজের সামনে এলে আবারও কলেজের ভেতর থেকে ইটপাটকেল ছোড়া হয়। এ সময় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. জসীম উদ্দীন মোল্লা বলেন, পদযাত্রায় একটু-আধটু ধাওয়া-পাল্টা ধাওয়া হয়ে থাকে। ব্যস্ত আছি পরে কথা বলছি।