সবকিছু ঠিকঠাক, কিন্তু মাঝখানে বাধ সাধল বৃষ্টি। যদিও ঝড় পুরো আয়োজনকে নষ্ট করতে পারেনি।
অনুষ্ঠান কিছুটা দেরিতে শুরু হলেও লিওনেল মেসিকে বরণের বেলায় কোনো কমতি রাখেনি ইন্টার মায়মি। আজ ভোরে ডিআরভি পিএনকে স্টেডিয়ামে নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় ফুটবলারকে পরিচয় করিয়ে দেয় যুক্তরাষ্ট্রের ক্লাবটি।
মেসিকে দেখতে পুরো স্টেডিয়াম ছিল কানায় কানায় পরিপূর্ণ। জিন্সের সঙ্গে সাদা রংয়ের টি-শার্ট পরে মঞ্চে ওঠেন সাতবারের ব্যালন ডি’অর তারকা।
এরপর স্প্যানিশ ভাষায় নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।
মেসি বলেন, ‘পরিবারের সঙ্গে আসার জন্য এই শহর ও এই প্রজেক্টকে বেছে নেওয়ায় আমি খুবই খুশি। কোনো সন্দেহ নেই যে আমরা এটি অনেক উপভোগ করতে যাচ্ছি। ভালো সময় কাটাতে যাচ্ছি আমরা এবং দুর্দান্ত কিছু ঘটতে যাচ্ছে। আপনাদের সবাইকে এই দিনের জন্য ধন্যবাদ। ’
‘অনুশীলন করার জন্য আর তর সইছে না আমার। আমি সবসময় প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছি, জিততে চেয়েছি। এখানে এসেও একই অনুভূতি হচ্ছে এবং সাহায্য করব মায়ামিকে এগিয়ে নিতে। ’
পিএসজি ছাড়ার সপ্তাহ খানেক বাদেই মেসি ইন্টার মায়ামিতে যাওয়ার ঘোষণা দেন। যদিও তখন চুক্তি সম্পন্ন হয়নি। কিছুদিন আগে মায়ামির সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত জুটে বেঁধেছেন তিনি। তাকে দলে পেয়ে বেশ খুশি ক্লাবটির মালিক ডেভিড বেকহ্যাম।
ইংলিশ কিংবদন্তি বলেন, ‘সবার মতো আমারও মেসিকে আমাদের জার্সিতে খেলতে দেখতে আর তর সইছে না। লেডিস অ্যান্ড জেন্টেলম্যান, আমাদের গল্পের পরের অধ্যায়টা এখান থেকেই শুরু হচ্ছে। ’
মেসির সঙ্গে এদিনে সের্হিও বুসকেতসকেও পরিচয় করিয়ে দেয় মায়ামি।