28 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪

চ্যাম্পিয়ন্স লিগ জিতে রিয়ালকে ‘সতর্ক’ করলেন গার্দিওলা

লেখক থেকে আরো

চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সর্বোচ্চ শিরোপা জিতেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। ইউরোপসেরার মঞ্চে ১৪ বার শিরোপা উঁচিয়ে ধরেছে তারা। এদিকে পেপ গার্দিওলার কোচিংয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যানচেস্টার সিটি প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ পেল। জয়ের পর নিজেদের অবস্থান জানান দিয়ে রিয়ালকে ‘সতর্ক’ করেছেন সিটি বস।

ইংলিশ প্রিমিয়ার লিগে চলতি মৌসুমসহ শেষ ছয় মৌসুমের মধ্যে পাঁচবারই শিরোপা জিতেছে ম্যানসিটি। ২০১৬ সালে গার্দিওলা দায়িত্ব নেয়ার পর লিগ টাইটেল জেতাকে সিটি নিয়মে পরিণত করেছে যেন। এবার পেপ জিতলেন চ্যাম্পিয়ন্স লিগ। দলের এই ছন্দ ধরে রাখতে চান আগামী মৌসুমেও।

ম্যাচ শেষে খানিকটা মজার ছলেই গার্দিওলা বললেন, ‘রিয়াল মাদ্রিদ সাবধান, আমাদের আর মাত্র ১৩টি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি দরকার, আমরা আসছি। তোমরা একটু গা ছাড়া দিলে আমরা কিন্তু ধরে ফেলব।’

ইস্তাম্বুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে শনিবার রাতে ফাইনালে ইন্টার মিলানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ম্যানসিটি। সিটিজেনদের হয়ে ট্রেবল জয়ের স্বপ্নপূরণ হয়েছে গার্দিওলার। শুধু তাই নয়, ইতিহাসের প্রথম কোচ হিসেবে দুটি ভিন্ন ক্লাবের হয়ে ট্রেবল জিতলেন পেপ। এর আগে বার্সেলোনার হয়ে এই কীর্তি গড়েছেন ৫২ বর্ষী কোচ।

spot_img

সম্পর্কিত নিবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisement -spot_img

সাম্প্রতিক সংবাদ