23 C
Dhaka
শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪

আগামী ২৪ ঘণ্টায় আরও প্রবল হবে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’

লেখক থেকে আরো

ভারতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ আরও তীব্র হয়ে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হবে জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি)।

শুক্রবার আইএমডি এক টুইট বার্তায় জানিয়েছে, ঘূর্ণিঝড়টি পূর্ব-মধ্য আরব সাগরের উপর দিয়ে প্রবল বেগে অগ্রসর হচ্ছে যা পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে আরও তীব্র হয়ে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, শনিবার (১০ জুন) এক পূর্বাভাসে এই তথ্য জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ।

ঘূর্ণিঝড় ‘বিপর্যয়ে ‘ পূর্বাভাসে আরব সাগর উপকূলে ভালসাদের তিথাল সৈকতে উচ্চ ঢেউ লক্ষ্য করা গেছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে আগামী ১৪ জুন পর্যন্ত তিথল সমুদ্র সৈকত পর্যটকদের জন্য বন্ধ করা হয়েছে।

এর আগে, ঘূর্ণিঝড় “বিপর্যয়” পরবর্তী ৩৬ ঘন্টার মধ্যে তীব্র হওয়ার পূর্বাভাসের সাথে আবহাওয়া বিভাগ জেলেদের কেরালা, কর্ণাটক এবং লাক্ষাদ্বীপের উপকূলে সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে।

শুক্রবার কেরালার তিরুবনন্তপুরম, কোল্লাম, পাঠানামথিট্টা, আলাপ্পুঝা, কোট্টায়ম, ইদুক্কি, কোঝিকোড় এবং কান্নুরে হলুদ সতর্কতা সংকেত দেখানো হয়েছে।

spot_img

সম্পর্কিত নিবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisement -spot_img

সাম্প্রতিক সংবাদ