কুমিল্লায় তীব্র গরমে একই স্কুলের অন্তত ২০ শিক্ষার্থী অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। তারা সবাই দাউদকান্দি উপজেলার গৌরীপুর সুবল-আফতাব উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
বুধবার সকালে পরীক্ষার সময় তীব্র তাপদহনে অসুস্থ হলে শিক্ষার্থীদের সবাইকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে ৪ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিনুল ইসলাম। গতকাল একই স্কুলের ষষ্ঠ শ্রেণির হাবিবা নামের এক শিক্ষার্থী অসুস্থ হয়ে মৃত্যবরণ করে। তবে তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বুধবার ওই শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষা ছিল। এসময় বিভিন্ন কক্ষের শিক্ষার্থীরা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। শিক্ষক ও অন্যান্য শিক্ষার্থীদের সহযোগিতায় তাদেরকে দ্রুত দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান, একজন শিক্ষার্থী গরমে অসুস্থ হয়ে পড়লে অন্যান্যরাও ভয় ও আতঙ্কে অসুস্থ হয়ে পড়ে। সবাইকে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের মধ্যে বেশিরভাগই চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
উল্লেখ্য, গতকাল শিক্ষার্থী হাবিবা হিট স্ট্রোক করে বা গরমে অসুস্থ হয়ে মৃত্যুবরন করেছে কি না এবিষয়ে নিশ্চিত করে জানাতে পারে নি কেউ। জানা গেছে, ওই শিক্ষার্থী দুপুরে খালি পেটে তালের শাঁস খাওয়ার পর অসুস্থ হয়।