21 C
Dhaka
শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

প্রধানমন্ত্রীকে কটাক্ষ করায় সহকারী প্রধান শিক্ষক বরখাস্ত

লেখক থেকে আরো

নেত্রকোনার কেন্দুয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটাক্ষ মূলক পোস্ট করার দায়ে এক সহকারী প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। উপজেলার পাইকুরা ইউনিয়নের মজলিশপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান বিরুদ্ধে এ অভিযোগ। 

মিজানুর রহমান পাইকুড়া ইউনিয়নের মজলিশপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। তিনি ময়মনসিংহের নান্দাইল উপজেলা দুরুয়া গ্রামের বাসিন্দা।

জানা যায়, গত রবিবার (২১ মে) তার নিজস্ব ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে কটাক্ষ মূলক পোস্ট করেন তিনি। তিনি তার ফেইসবুক আইডিতে লিখেছেন, ‘আগে শেখ হাসিনার পতন, পরে জাতীয় নির্বাচন। এই আপত্তিকর স্ট্যাটাস দেখে স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী ও অভিভাবক  মহলে ক্ষোভের সৃষ্টি হয়।’ 

এব্যাপারে গত মঙ্গলবার (২৩ মে) বিকেলে মজলিশপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন চন্দ্র দেবনাথের সঞ্চালনায় স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আজিজুর রহমান আরজু সভাপতিত্বে অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি এবং শিক্ষকবৃন্দ ও কর্মচারীবৃন্দের সমন্বয়ে এক জরুরী  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্যে করে কটাক্ষ মূলক পোস্ট তার নিজস্ব ফেইসবুক পোস্ট করেন, যাহা শিক্ষক হিসেবে তিনি করতে পারেন না, এটা  বড় ধরনের যড়যন্ত্রের নীল নকশার সমান। তারই প্রেক্ষিতে সভায় সর্বসম্মতিক্রমে ভিকটিম সহকারী প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমানকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়। 

মজলিশপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন চন্দ্র দেবনাথ জানান, মিজানুর রহমান গত মঙ্গলবার ( ২১ মে) তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে  প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটাক্ষ মূলক পোস্ট করায় স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী ও অভিভাবক মহলে ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে আজ বিকালে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি এক জরুরি বৈঠকে বসেন।

spot_img

সম্পর্কিত নিবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisement -spot_img

সাম্প্রতিক সংবাদ