30 C
Dhaka
শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

লেখক থেকে আরো

ম্যাচটা আয়ারল্যান্ডের জন্য খুব গুরুত্বপূর্ণ। আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ হওয়াতে এমনিতেই এই সিরিজের ওপর চোখ অনেকের। তবে আইরিশদের সামনে মরণ-বাঁচন লড়াই। বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হারাতে পারলে বিশ্বকাপে সরাসরি খেলতে পারবে আয়ারল্যান্ড।

সে লক্ষ্যে বাংলাদেশের মুখোমুখি হচ্ছে আইরিশরা। চেমসফোর্ডের এসেক্স কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে টস করতে নেমে জয়ও পেয়েছেন আইরিশ অধিনায়ক অ্যান্ডি বালবিরনি। টস জিতেই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবালকে।

তিন পেসার নিয়ে খেলতে নেমেছে বাংলাদেশ। তবে, টাইগার একাদশে জায়গা পাননি পেসার মোস্তাফিজুর রহমান। তার পরিবর্তে দলে নেয়া হয়েছে শরিফুল ইসলামকে।

বাংলাদেশ একাদশ

তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, ইবাদত হোসেন এবং তাইজুল ইসলাম।

আয়ারল্যান্ড একাদশ

পল স্টার্লিং, স্টিফেন দোহানি, অ্যান্ড্রু বালবিরনি (অধিনায়ক), হ্যারি টেক্টর, লরকান টাকার, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, মার্ক অ্যাডেয়ার, গ্রাহাম হিউম এবং জস লিটল।

spot_img

সম্পর্কিত নিবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisement -spot_img

সাম্প্রতিক সংবাদ