চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘মোখা’। কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ সোমবার সকালে ফেসবুকে দেওয়া এক পোস্টে এই তথ্য জানান।
তিনি বলেন, খুবই শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে মোখা ১৪ মে রাতে সরাসরি খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে অথবা চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ওপর অতিক্রম করতে পারে।
মোস্তফা কামাল জানান, সোমবার ৮ মে ইউরোপিয়ান ইউনিয়নের আবহাওয়া পূর্বাভাস মডেল নির্দেশ করছে সম্ভব্য ঘূর্ণিঝড় মোখা সরাসরি খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে ১৪ মে রাত ১২টার পরে থেকে ও আমেরিকান আবহাওয়া পূর্বাভাস মডেল অনুসারে ঘূর্ণিঝড় মোখা সরাসরি চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ওপর দিয়ে ১৪ মে সকাল ৬টার পর থেকে স্থলভাগে আঘাত হানার সম্ভাবনা রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
তিনি আরও জানান, এখানে উল্লেখ যে ঘূর্ণিঝড় আম্পান (২০২০ সলের ২০ শে মে ভারতের পশ্চিমবঙ্গে আঘাত হেনেছিল যার বাতসের গতিবেগ ছিলো ঘণ্টায় ১৭৫ কিলোমিটার)। স্থলভাগে আঘাত করার দিন যত বেশি কাছাকাছি এসেছিল ইউরোপিয়ান ইউনিয়নের আবহাওয়া পূর্বাভাস মডেল নির্দেশিত পথ তত বেশি সঠিক প্রমাণিত হয়েছিল আমেরিকান আবহাওয়া পূর্বাভাস মডেল নির্দেশিত পথ অপেক্ষা।