সুদানে সেনাবাহিনী ও আধা-সামরিক বাহিনী আরএসএফের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ আরও তিনদিন বাড়ানো হয়েছে। তবে সংঘাত থামেনি। দু’পক্ষের এই ক্ষমতার লড়াই থেকে প্রাণ বাঁচাতে দলে দলে দেশ ছাড়ছে মানুষ।
সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান জানিয়েছিলেন, প্রতিপক্ষ রাজি থাকলে তারা যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে চান। পরে র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) পক্ষ থেকে জানানো হয়, আস্তর্জাতিক, আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে অনুরোধের পরিপ্রেক্ষিতে তারা যুদ্ধবিরতির মেয়াদ আরও ৭২ ঘণ্টা বাড়াতে রাজি। সেনাবাহিনীও এই প্রস্তাবে সম্মতি দেয়।
তবে যুদ্ধবিরতির মেয়াদ বাড়লেও সুদানে সংঘর্ষ থামেনি। রোববার (৩০ এপ্রিল) মধ্যরাতেও সেনা ও আধা-সামরিক বাহিনী লড়াই করে গেছে। বিমান-হামলা হয়েছে, চলেছে গোলাবর্ষণ।
রয়টার্স জানিয়েছে, শনিবার রাতে রাজধানী খার্তুমে প্রবল লড়াই হয়েছে। তবে রোববার সকাল থেকে পরিস্থিতি কিছুটা শান্ত ছিল।
সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা খার্তুমের পশ্চিমে আরএসএফের একটি কনভয় ধ্বংস করেছে। আরএসএফ অভিযোগ করেছে, তাদের ওপর গোলা নিক্ষেপ করা হচ্ছে, বিমান হামলাও চলছে।