23 C
Dhaka
শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৮

লেখক থেকে আরো

ইউক্রেনের রাজধানী কিয়েভসহ দেশটির বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ৮জন নিহত হয়েছেন।

ইউক্রেনের কর্মকর্তারা জানান, দেশটির মধ্যাঞ্চলের উমান শহরের একাধিক আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এতে ৬জন নিহত হয়েছেন। আহত ৯জনকে হাসপাতালে নেয়া হয়েছে।

স্থানীয় মেয়রের তথ্যমতে, ইউক্রেনের ডিনিপ্রো শহরে ক্ষেপণাস্ত্র হামলায় এক নারী ও তার তিন বছর বয়সী মেয়ে নিহত হয়েছে।

রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, ইউক্রেনের ক্রেমেনচুক ও পোলতাভা শহরেও বিস্ফোরণ হয়েছে।

কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান বলেছেন, ৫১ দিনের মধ্যে এই প্রথম ইউক্রেনের রাজধানীতে রুশ ক্ষেপণাস্ত্র হামলা হলো।

কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় বেসামরিক মানুষের হতাহত হওয়ার কোনো তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ইউক্রেনের কর্মকর্তারা এক টেলিগ্রাম পোস্টে বলেছেন, ২৩টির মধ্যে ২১টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। এ ছাড়া দুটি ড্রোনও ভূপাতিত করতে সক্ষম হয়েছে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। সূত্র: বিবিসি

spot_img

সম্পর্কিত নিবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisement -spot_img

সাম্প্রতিক সংবাদ