অস্ট্রেলিয়ার কেয়ার্নস থেকে দেশিটির উত্তরাঞ্চলীয় অঞ্চলে যাওয়ার সময় ফ্লাইটের মধ্যে মারামারি করায় একটি বিমানকে জরুরি অবতরণ করানো হয়েছে। এ ঘটনায় মারামারির সাথে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়।
এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ (এএফপি) এবং এনটি পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, গত ২০ এপ্রিল কুইন্সল্যান্ড থেকে উত্তরাঞ্চলে যাওয়ার সময় এ ঘটনা ঘটে এবং তাৎক্ষণিকভাবে বিমানটিকে জরুরি অবতরণ করানো হয়।
ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, একদল যাত্রী করিডোরের কাছে দাঁড়িয়ে মারামারি করছে। এসময় একজনকে একটি কাঁচের বোতল দিয়ে অন্য একজনকে আঘাত করতে দেখা যায়।
এরপরই বিমানটিকে জরুরি অবতরণ করানো হয় এবং বিমানে উচ্ছৃঙ্খল আচরণ, আক্রমণ এবং কেবিন ক্রুদের নিরাপত্তা নির্দেশনা না মানায় একজন নারীকে গ্রেপ্তার করা হয়।
এরপর যখন ফ্লাইটটি আবার যাত্রা শুরু করে, তখন একই গ্রুপের ৩ জন তর্কে জড়িয়ে পড়ে এবং মারামারির শুরু করলে এক পর্যায়ে বিমানের জানালা ভেঙে যায়। পরে বিমানটি উত্তরাঞ্চলের পূর্ব উপকূলে গ্রোট আইল্যান্ডের আলিয়াঙ্গুলায় অবতরণ করলে এনটি পুলিশ তিন যাত্রীকে গ্রেপ্তার করে।
সোমবার ওই তিন যাত্রীকে ডারউইনের স্থানীয় আদালতে হাজির করা হবে।