27 C
Dhaka
শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪

‘ইসরায়েল সামান্য ভুল করলে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে’

লেখক থেকে আরো

ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রায়িসি বলেছেন, ইসরায়েল যদি ইরানের বিরুদ্ধে সামান্যতম কোনো ভুল পদক্ষেপ নেয়, তাহলে তেল আবিব ও হাইফা নগরীকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে।

মঙ্গলবার ইরানের জাতীয় সেনা দিবস উপলক্ষে আয়োজিত সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় প্রেসিডেন্ট রায়িসি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

ইরানের প্রেসিডেন্ট বলেন, ইরানের যে সামরিক সক্ষমতা রয়েছে তা নিজস্ব প্রযুক্তির ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। শত্রুরা বিশেষ করে ইসরাইল এই বার্তা গ্রহণ করতে পারে যে, তাদের সামান্যতম ভুলের কঠোর জবাব দেবে ইরানের সামরিক বাহিনী।

যার পরিণতিতে তেল আবিব ও হাইফা নগরী মাটির সঙ্গে মিশে যাবে।

যুক্তরাষ্ট্রের সেনাদের উদ্দেশে ইরানের প্রেসিডেন্ট বলেন, আজকের কুচকাওয়াজ অনুষ্ঠান থেকে যুক্তরাষ্ট্রের সেনাদের জন্য বার্তা হচ্ছে- তাদের অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব এই অঞ্চল ছেড়ে চলে যেতে হবে। এই অঞ্চল ছাড়তে হবে মার্কিন সেনাদের নিজেদের স্বার্থেই।

মার্কিন সেনাদের কারণে এই অঞ্চলের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে উল্লেখ করে তিনি বলেন, অথচ ইরানের সেনারা যেখানে উপস্থিত আছে সেখানে তারা শান্তি প্রতিষ্ঠা করছে।

সূত্র পার্সটুডে

spot_img

সম্পর্কিত নিবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisement -spot_img

সাম্প্রতিক সংবাদ