20 C
Dhaka
শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪

বাংলাদেশের উন্নয়নে ভারত সবসময়ই পাশে থাকবে : প্রণয় ভার্মা

লেখক থেকে আরো

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ‘বাংলাদেশের উন্নয়নে ভারত সরকার সবসময় পাশে ছিল, আগামীতেও পাশে থাকবে। ভারত-বাংলাদেশ সম্পর্কের উন্নয়নের ক্ষেত্রে তাই যোগাযোগ ব্যবস্থার আরও উন্নয়নের চেষ্টা করা হচ্ছে। কারণ, যোগাযোগ ব্যবস্থা সবসময়ই অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ’ 

রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিদর্শন শেষে মঙ্গলবার বেলা ১১টায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেন, ‘বর্তমানে আমরা একাধিক প্রকল্প নিয়ে কাজ করছি যেন উভয় দেশের মধ্যকার সীমান্ত যোগাযোগ আরও উন্নত হয়। এর মধ্য দিয়ে আমরা যেন জনগণ ও অর্থনীতিকে একীভূত করতে পারি। তাহলে দুই দেশের উন্নয়নের সম্পর্ক আরও সুদৃঢ় ও মজবুত হবে। ’

এ সময় রাজশাহী অঞ্চল অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ উল্লেখ করে ভারতীয় হাইকমিশনার বলেন, ‘রাজশাহীর উন্নয়নেও কাজ করবে ভারত সরকার।

সবুজ ও সুন্দর এই জনপদের মানুষ অনেক বেশি সংস্কৃতিমনা। তাই রাজশাহীর সংস্কৃতির উন্নয়নেও আমরা কাজ করছি। শিগগিরই আরও ভালো কিছু হবে। ’

তিনি বলেন, ‘বাংলাদেশের ভাষা আন্দোলন ও স্বাধীনতাযুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অবিস্মরণীয়।আর শুধু ভৌগোলিক ও ঐতিহাসিকভাবেই নয় হৃদয়ের সম্পর্কের দ্বারাও আমরা এবং আমাদের দেশ সংযুক্ত। ’

এর আগে সকালে ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সফর করেন।

spot_img

সম্পর্কিত নিবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisement -spot_img

সাম্প্রতিক সংবাদ