28 C
Dhaka
শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪

কাঁধে করে ব্যবসায়ীদের মালামাল সরালো পুলিশ

লেখক থেকে আরো

রাজধানীর নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় যখন ব্যবসায়ীরা দিশেহারা হয়ে ছুটছেন তখন সাহায্যের হাত বাড়িয়ে দিলো ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদস্যরা।

একদিকে ফায়ার সার্ভিসের কর্মীরা যখন আগুন নেভাতে ব্যস্ত তখন ব্যবসায়ীদের সঙ্গে নিজেরাও কাজে লেগে পড়েন পুলিশ সদস্যরা।

ক্ষতিগ্রস্ত ভবনের মালামাল সরাতে হাত দেন তারা। কাঁধে চাপিয়ে কাপড়ের বস্তা নিয়ে গেছেন নিরাপদ দূরত্বে।

এরপর অনাকাঙ্ক্ষিত চুরি ঠেকাতে সেসব মালামালের পাহাড়াও নিশ্চিত করেছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ও ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের নির্দেশনায় পুলিশ অফিসার ও ফোর্স সবাই মিলে একযোগে দায়িত্ব পালন করছেন।

রাজধানীর নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশ সদস্যরা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, উৎসুক জনতা যেন ভিড় করে ফায়ার সার্ভিসের কাজে ব্যঘাত সৃষ্টি করতে না পারে সে জন্য দায়িত্ব পালন করছেন।  

পুলিশ সদস্যরা নিজ দায়িত্বের পাশাপাশি মানবিক পুলিশের ভূমিকায় অবতীর্ণ হয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মালামাল, কাপড়-চোপড় নিজ কাঁধে বহন করে উদ্ধার কাজে অংশগ্রহণ করেছেন। আগুন নিয়ন্ত্রণে ব্যবহার করা হচ্ছে পুলিশের ওয়াটার ক্যানন।

এছাড়া, অগ্নিকাণ্ডের ঘটনাস্থলের আশেপাশের এলাকার যানজট নিয়ন্ত্রণ এবং যানবাহনের চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক পুলিশ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।

দুর্ঘটনাস্থল পরিদর্শনে এসে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক সাংবাদিকদের সঙ্গে আলপকালে বলেন, আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বের পাশাপাশি মানবিক পুলিশিংও আমরা করে থাকি। কোনো ঘটনা ঘটলে আমাদের সবার আগে বলা থাকে ফায়ার সার্ভিস যেন নির্বিঘ্নে আগুন নেভানোর কাজ করতে পারে। 

spot_img

সম্পর্কিত নিবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisement -spot_img

সাম্প্রতিক সংবাদ