28 C
Dhaka
শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪

বৃষ্টি নিয়ে যে পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

লেখক থেকে আরো

এক পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী অন্তত ৫ দিনের মধ্যে কোনো সম্ভাবনা নেই বৃষ্টির। তবে এর পরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৯ এপ্রিলের পরে মূলত চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে।

শনিবার গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন আবহাওয়াবিদ আব্দুল হামিদ।

তিনি জানান, ‘আগামী বুধবারের আগে পর্যন্ত আবহাওয়া পরিস্থিতি প্রায় অপরিবর্তিত থাকবে। কোথাও কোথাও তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস উঠা-নামা করতে পারে।

আব্দুল হামিদ আরও বলেন, আজ আকাশ মেঘলা থাকায় সূর্যের আলো সরাসরি পড়ছে না। যে কারণে তাপমাত্রা অপরিবর্তিত রয়েছে।

যদি সরাসরি পড়তো তাহলে দিনের তাপমাত্রা বেড়ে যেত।

আজ সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

শনিবার আবহাওয়া অধিদপ্তর জানায়, সিনপটিক অবস্থা অনুযায়ী লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও এর আশে পাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

spot_img

সম্পর্কিত নিবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisement -spot_img

সাম্প্রতিক সংবাদ