চলমান আইপিএলে খেলতে বাংলাদেশ থেকে গেছেন দুই ক্রিকেটার মুস্তাফিজুর রহমান ও লিটন দাস। যদিও সংখ্যাটা তিন হতো। কিন্তু সম্প্রতি নিজের নাম প্রত্যাহার করেছেন সাকিব আল হাসান। তাই সাকিব না গেলেও কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে ইতোমধ্যে দেশটিতে পৌঁছে গেছেন লিটন।
ঠিক ১৪ বছর আগে কলকাতার হয়ে খেলেছিলেন বাংলাদেশের অন্যতম সফল অধিনায়ক মাশরাফি। সেবার কেকেআরের হয়ে মাশরাফি গড়েছিলেন এক লজ্জার রেকর্ড। ২০০৯ সালে মাশরাফির গড়া সে রেকর্ড দীর্ঘ ১৪ বছর পর দখলে নিয়েছেন গুজরাট টাইটান্সের পেসার যশ দয়াল।
রোববার (৯ এপ্রিল) আইপিএলে এক অবিশ্বাস্য ম্যাচের সাক্ষী হয়েছে ক্রিকেট বিশ্ব। ম্যাচটি ছিল কলকাতা নাইট রাইডার্স বনাম গুজরাট টাইটান্সের মধ্যে। ম্যাচটির শেষ ওভারে কলকাতার প্রয়োজন ছিল ২৯ রান। যা এক প্রকার অবিশ্বাস্য। আর অবিশ্বাস্য কাজটি করেই কলকাতাকে জিতিয়েছেন ব্যাটার রিংকু সিং।
গুজরাট পেসার যশ দয়ালের এই ওভারে কলকাতার ব্যাটাররা তুলে নেন ৩১ রান, যা আইপিএলের ইতিহাসে রান তাড়ায় নেমে শেষ ওভারে সর্বোচ্চ রান তুলে নেয়ার রেকর্ডও। এর আগে এ তিক্ত রেকর্ডটি ছিল টাইগার পেসার মাশরাফির।
২০০৯ সালে শেষ ৬ বলে ডেকান চার্জাস ২১ রান তাড়া করতে গিয়ে মাশরাফির ওভার থেকে ২৬ রান তুলেছিল। ১৪ বছর পর তার সে রেকর্ড এখন দখলে নিয়েছেন যশ দয়াল।