30 C
Dhaka
শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪

অবশেষে ইউক্রেনে লেপার্ড ট্যাংক পাঠালো জার্মানি

লেখক থেকে আরো

কয়েক মাস ধরে অনিশ্চয়তার পর অবশেষে জার্মানি ইউক্রেনে লেপার্ড ট্যাংক পাঠানো শুরু করেছে। জার্মানি থেকে লেপার্ড ট্যাংকের প্রথম চালান এরই মধ্যে ইউক্রেনে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয়।

ইউক্রেনীয় ক্রুদের প্রশিক্ষণ দেওয়ার পর ১৮টি অত্যাধুনিক যুদ্ধ ট্যাংক সরবরাহ করলো জার্মানি।

প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস বলেছেন তিনি নিশ্চিত যে যুদ্ধের সম্মুখ সারিতে লড়াই চালিয়ে যেতে কাজে দেবে এসব ট্যাংক।

ইউক্রেন জানিয়েছে, এরই মধ্যে চ্যালেঞ্জার ২ ট্যাংক যুক্তরাজ্য থেকে কিয়েভে পৌঁছেছে। তবে ইউক্রেনীয় সরকার এখনো লেপার্ড-২ ট্যাংক পাওয়ার ব্যাপারে কোনো মন্তব্য করেনি।

ইউরোপীয় দেশগুলোর কাছে অন্তত ২ হাজার লেপার্ড-২ ট্যাংক রয়েছে। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ বলছে, অন্তত ১৬টি ইউরোপীয় ও ন্যাটোভুক্ত দেশের কাছে লেপার্ড-২ ট্যাংক আছে।

রাশিয়াকে প্রতিহত করতে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্রদের কাছে দীর্ঘদিন ধরেই ট্যাংকসহ ভারী অস্ত্র চেয়ে আসছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুক্তরাজ্য, পোল্যান্ড, ফিনল্যান্ডসহ ইউরোপের কয়েকটি দেশ ইউক্রেনকে ট্যাংক দিতেও রাজি হয়।

সূত্র: বিবিসি, রয়টার্স

spot_img

সম্পর্কিত নিবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisement -spot_img

সাম্প্রতিক সংবাদ