27 C
Dhaka
শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪

তিন দিনের ছুটি নিয়ে সাত মাস অনুপস্থিত প্রাণিসম্পদ কর্মকর্তা!

লেখক থেকে আরো

পারিবারিক কারণ দেখিয়ে ৩ দিনের ছুটি নিয়ে ৭ মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবুরেজা তালুকদার। এদিকে তার অনুপস্থিতির কারণে একটি প্রকল্পের পুরো অর্থ ফিরে গেছে। এছাড়াও বাধাগ্রস্ত হয়েছে বিভিন্ন প্রকল্পের কাজ।  

একটি সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রণিসম্পদ কর্মকর্তা আবুরেজা তালুকদার তার মেয়েকে বিশ্বাবিদ্যালয়ে ভর্তির অজুহাতে পারিবারিক কারণ দেখিয়ে গত বছরের ১৫ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত ৩ দিনের ছুটি নিয়ে অফিস ত্যাগ করেন।

এরপর প্রায় ৭মাস অতিবাহিত হলেও তিনি কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। এদিকে ৭ মাস পর গত ১৩ মার্চ অফিসে এসে আবারও ছুটির আবেদন দিয়ে চলে গেছেন। সূত্র মতে, সদর উপজেলা প্রণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবুরেজা তালুকদার প্রায় ৭মাস ধরে অফিসে না আসায় তাকে দফায় দফায় লিখিত তলব করেছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। তারপরও তিনি কোন উত্তর দেননি।

এমন অবস্থায় ৩ দিনের ছুটি ৩ মাস গড়ালে তাকে অন্যত্র বদলির আদেশ দেয় প্রাণিসম্পদ দপ্তর। কিন্তু পুরাতন দায়িত্ব কাউকে না দিয়ে নতুন কর্মস্থলেও যোগদান না করে অনুপস্থিত রয়েছেন তিনি।  

এই প্রসঙ্গে সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের অফিস সহকারী তরিকুল ইসলাম বলেন, গত ৭ মাসে একদিনও অফিসে আসেননি ইউএলও মো. আবুরেজা তালুকদার। এমনকি তার অনুপস্থিতির কারণে একটি প্রকল্পের পুরো অর্থ ফিরে গেছে।

এছাড়াও বাধাগ্রস্ত হয়েছে বিভিন্ন প্রকল্পের কাজ।

অন্যদিকে ভেটেরিনারি সার্জন ডা. মো. আখতারুজ্জামান বলেন, ২০২২ সালের ১৪ আগস্ট ডা. আবুরেজা তালুকদার সর্বশেষ অফিস করেছেন। এরপর গত ১৩ মার্চ হঠাৎ করেই দীর্ঘ ৭ মাস পর অফিসে এসেছিলেন। এরপর গত কয়েকদিনে আর আসেননি। এমনকি এই ৭ মাসের মধ্যে তার বদলির আদেশ হলেও এখানকার চার্জ বুঝিয়ে দেননি তিনি।তবে ১৩ মার্চ এসে অনুপস্থিতির কারণ জানিয়ে আবারও ছুটির আবেদন করেছেন বলে তিনি জানান। তিনি আরো বলেন, ডা. আবুরেজা তালুকদারের অনুপস্থিতির কারণে অফিসের আর্থিক ব্যবস্থাপনার সব কার্যক্রম বন্ধ ছিল। তবে কাজের গতি ঠিক রাখতে কর্তপক্ষের নির্দেশে গত ৪ মার্চ থেকে তিনি দায়িত্ব পালন করছেন।  

spot_img

সম্পর্কিত নিবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisement -spot_img

সাম্প্রতিক সংবাদ