22 C
Dhaka
শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

যে কারণে আজ রাশিয়া যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট

লেখক থেকে আরো

আজ রাশিয়া সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সফরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।

সোমবার (২০ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে মস্কোতে পৌঁছাবেন শি জিনপিং।

চীনের কর্মকর্তারা জানিয়েছেন, সফরে শি জিনপিং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দুই দেশের সম্পর্ক উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। তবে সবচেয়ে বেশি প্রাধান্য পাবে ইউক্রেন যুদ্ধ ইস্যু।

ক্রেমলিন বলেছে, দুই দেশের সর্বোচ্চ নেতা একটি ‘বিস্তৃত অংশীদারিত্ব ও কৌশলগত সহযোগিতা’ নিয়ে আলোচনা করবেন।

বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পুতিনের আমন্ত্রণে প্রেসিডেন্ট শি জিনপিং ২০ থেকে ২২ মার্চ পর্যন্ত রাশিয়ায় থাকবেন। অর্থাৎ তার এই সফরটি হবে তিন দিনের।

আশা করা হচ্ছে, এই সফর দুই দেশের বেশ কয়েকটি ‘গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক চুক্তি’ স্বাক্ষরিত হবে। মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, বৈঠকের উদ্দেশ্য দ্বিপাক্ষিক আস্থা আরও গভীর করা।

spot_img

সম্পর্কিত নিবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisement -spot_img

সাম্প্রতিক সংবাদ