27 C
Dhaka
শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

ছক্কা মেরে লিটনের ফিফটি, সত্তরেই থেমে গেল ইনিংস

লেখক থেকে আরো

আগের ম্যাচে সেট হয়েও ইনিংস বড় করতে পারেননি। ফিরতে হয় ২৬ রানে। তবে এবার আর কোনো ভুল করেননি লিটন দাস। দারুণ খেলে এরই মধ্যে তুলে নিয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের অষ্টম হাফসেঞ্চুরি। ছক্কা মেরেই ফিফটি পূরণ করেছেন লিটন, ৫৩ বলে। ৭১ বলে ৭০ রান করে চেমফারের বলে আউট হয়ে গেলেন তিনি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৭ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১৪৭ রান। সাকিব ২ আর শান্ত ৪৯ রানে অপরাজিত আছেন।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি। তামিম ইকবাল আর লিটন দাস শুরুটা করেছিলেন বেশ দেখেশুনে।

১০ ওভার কাটিয়ে দেন তারা। শেষপর্যন্ত তামিম-লিটনের ৪২ রানের জুটিটি ভাঙে দুর্ভাগ্যজনক রানআউটে। ভালো ব্যাটিংয়ের ইঙ্গিত দিয়ে তামিম উইকেটে সেট হতে যাচ্ছিলেন কেবল। তখনই ভুলটা করে বসলেন এবং দুর্ভাগ্যের শিকার হলেন।

১০ম ওভারের শেষ বলে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। তামিম লিটনকে কল দিয়েছিলেন রান নেয়ার জন্য। শর্ট রানের জন্য দৌড় দেয়ার আগেই বল কুড়িয়ে সরাসরি থ্রো করেন মার্ক অ্যাডেয়ার।

সরাসরি থ্রোটি আঘাত হানে নন-স্ট্রাইকপ্রান্তের স্ট্যাম্পে। তখনও ক্রিজে পৌঁছার অনেক পথ বাকি তামিমের। ৩১ বলে ২৩ রান করে ফেরেন বাংলাদেশ অধিনায়ক। এর মধ্যেই মেরেছেন ৪টি বাউন্ডারির মার।

spot_img

সম্পর্কিত নিবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisement -spot_img

সাম্প্রতিক সংবাদ