অধিকৃত পশ্চিম তীরে আরও এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েল বাহিনী। তবে ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, ওই ব্যক্তি তাদের দিকে ছুরি নিয়ে তেড়ে এসেছিল। খবর আল-জাজিরার।
ফিলিস্তিনির স্বাস্থ্য মন্ত্রণালয় নিহত ব্যক্তির পরিচয় প্রকাশ করেছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, গতকাল শুক্রবার রামাল্লা শহরের কাছে দখলদার ইসরায়েলি বাহিনীর গুলিতে ইয়াজান ওমর জামিল খাসিব (২৩) নিহত হয়েছে। তবে এতে ইসরায়লির বাহিনীর মধ্যে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এদিকে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, তারা সন্দেহভাজন এক ব্যক্তিকে দেখে তার নাম পরিচয় জিজ্ঞেস করে। এরপর ওই ব্যক্তি তাদের লক্ষ্য করে ছুরি বের করে। এতে ইসরায়েলি বাহিনী তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে।
চলতি বছরে এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হাতে অন্তত ৮৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের মধ্যে শিশুও রয়েছে। এর আগে গত বৃহস্পতিবারেই ইসরায়েলি বাহিনী এক কিশোরসহ চার ফিলিস্তিনিকে হত্যা করে।