20 C
Dhaka
শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪

চ্যাম্পিয়নস লিগ: কোয়ার্টার ফাইনালে কে কার প্রতিপক্ষ

লেখক থেকে আরো

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের সূচি ঘোষণা উয়েফার। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের সামনে চেলসি। অন্যদিকে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে জার্মানির জায়ান্ট বায়ার্ন মিউনিখ।

শুক্রবার (১৭ মার্চ) সুইজারল্যান্ডে কোয়ার্টার ফাইনালের ড্র অনুষ্ঠিত হয়। প্রথমবার কোয়ার্টার ফাইনালে উঠেছে ইতালির ক্লাব নাপোলি। তাদের মুখোমুখি এসি মিলান।

সূচি অনুযায়ী বেনফিকার মুখোমুখি হবে ইন্টার মিলান। ১১ ও ১২ এপ্রিল প্রথম লেগের খেলা। দুটি সেমিফাইনালের দিনক্ষণও জানিয়ে দেয়া হয়েছে। দুটি সেমি ফাইনালের প্রথম লেগের খেলা হবে ৯-১০ মে। দ্বিতীয় লেগের খেলা হবে ১৬-১৭ মে।

২০২১-২২ মৌসুমের চ্যাম্পিয়নস লিগেও রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ ছিল চেলসি। তবে আকর্ষণের কেন্দ্রে হয়তো থাকবে পেপ গার্দিওলার ম্যান সিটি বনাম বায়ার্ন মিউনিখের মহারণ। সেখানে বায়ার্নকে ধার দেয়া নিজ ক্লাবের খেলোয়াড় হোয়াও ক্যানসেলোকে প্রতিপক্ষ হিসেবে দেখবেন গার্দিওলা।

উল্লেখ্য, এসি মিলান শেষ বার ট্রফি জিতেছিল ২০০৭ সালে। ২০১০ সালে খেতাব জয় ইন্টার মিলানের। বেনফিকা জিতেছিল সেই ১৯৬২ সালে। সেই সময় অবশ্য প্রতিযোগিতার নাম ছিল ইউরোপিয়ান কাপ। এদিকে অনেক বছর পর দুই মিলানকে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে দেখা যাবে। প্রথমবার উঠে নজির নাপোলিরও।

spot_img

সম্পর্কিত নিবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisement -spot_img

সাম্প্রতিক সংবাদ