বেনাপোল পৌরসভার সাবেক মেয়র যশোর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম লিটনের দুর্নীতি, লুটপাট ও অর্থ আত্মসাতের বিষয়ে তদন্তপূর্বক বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে সচেতন নাগরিক কমিটির ব্যানারে একটি সংগঠন। মিছিলের অগ্রভাগে মহিলারা ঝাঁটা নিয়ে বিক্ষোভ প্রর্দশন করে। বিক্ষোভ মিছিলটি বেনাপোল বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বেনাপোল পৌরসভা চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
বেনাপোল পৌর আওয়ামী লীগের সভাপতি এনামুল হক মুকুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- শার্শা উপজেলা যুবলীগের সভাপতি অহিদুজ্জামান, বেনাপোল পৌর যুবলীগের আহ্বায়ক আহাদুজ্জামান বকুল ও যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন, শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সম্পাদক ইকবাল হোসেন রাসেল প্রমুখ।
এ সময় বেনাপোল পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শার্শা উপজেলা যুবলীগের সভাপতি অহিদুজ্জামান জানান, বেনাপোলের সাবেক পৌর মেয়র একজন দুর্নীতিগ্রস্ত মানুষ। তিনি বেনাপোল পৌরসভার সীমানা জটিলতার নামে আদালতে মিথ্যা মামলা করে গত ১২ বছর ধরে মেয়র হিসেবে ক্ষমতা আঁকড়ে থাকার পর ২০২২ সালে বেনাপোল পৌরসভায় পৌর প্রশাসক নিয়োগ হয়।
সাবেক মেয়র আশরাফুল আলম লিটনের থলের বিড়াল বের হতে চলেছে। তার বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি টেন্ডারবাজিসহ নানা অভিযোগ রয়েছে।
তিনি সাংবাদিকদের কাছে মেয়র আশরাফুল আলম লিটন স্বাক্ষরিত একটি চিঠির ফটোকপি সরবরাহ করে বলেন, ১৪২৮ বাংলা সালের জন্য ভ্যাট আয়করসহ ৫০ লাখ ৪০ হাজার ১২০ টাকা পরিশোধ করে ট্রাক টার্মিনালের টোল আদায় ও ইজারা গ্রহণ করেন মেয়র লিটনের ফুফা মোহাম্মদ আলী।
যৃবলীগ সভাপতি অভিযোগ করে বলেন, ১৪২৭ বাংলা বছরের ট্রাক টার্মিনালের ইজারা বাবদ কোনো টাকা জমা না দিয়েই দীর্ঘদিন ধরে মেয়রের আত্মীয় বহাল তবিয়তে টোল আদায় করে যাচ্ছেন।