29 C
Dhaka
শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪

ভোটকেন্দ্রে ভোটারও নাই, এজেন্টও নাই!

লেখক থেকে আরো

চলছে কুমিল্লার লালমাই উপজেলা পরিষদ নির্বাচন। সকাল থেকে ভোট গ্রহণ শুরু হলেও, কেন্দ্র গুলোতে ভোটার উপস্থিতি ছিল হতাশা জনক। ভোটার শূন্য কোনো কোনো কেন্দ্রে এজেন্ট না থাকার চিত্রও দেখা মিলেছে।

নুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭নং ভোট কেন্দ্রে বেলা সাড়ে এগারোটা নাগাদ ভোট পড়েছে মাত্র একটি৷ সেই কক্ষে ছিল না কোনো প্রার্থীর এজেন্ট। তার সাথের ৮নং কক্ষে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর একজন এজেন্ট থাকলেও, সেখানেও তিন ঘণ্টায় ভোট পড়েছে মাত্র একটি। তবে বেলা এগারোটা পর্যন্ত কক্ষটি ছিল ভোট শূন্য।

৭ নং কক্ষের সহকারী প্রিজাইডিং অফিসাররা জানান, ‘কক্ষ গুলোতে কোনো এজেন্টই আসেনি৷ তাই এজেন্ট টোল গুলো রয়েছে ফাঁকা’৷

ভোট কেন্দ্রটিতে ১০টি বুথে ভোট গ্রহণ চলছে। নুরপুর কেন্দ্র মোট নয় প্রার্থীর ৪৪ জন এজেন্ট হিসেবে কার্ড সংগ্রহ করলেও, সেখানে এজেন্টদের উপস্থিতি ছিল ২৫ জনের মতো।

প্রিজাইডিং অফিসার মো. রুবেল মিয়া জানান, ৪৪জন এজেন্ট তাদের কার্ড সংগ্রহ করেছেন। কোনো এজেন্ট কেন্দ্রে না আসলে আমাদের কিছুই করার থাকে না।

কুমিল্লা লালমাই উপজেলা চেয়ারম্যান তিনজন, ভাইস চেয়ারম্যান তিনজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থীতা করছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার কুমিল্লার লালমাই উপজেলা পরিষদ, বরুড়ার শিলমুড়ি উত্তর ও দক্ষিণ, দাউদকান্দির বারপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

spot_img

সম্পর্কিত নিবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisement -spot_img

সাম্প্রতিক সংবাদ