28 C
Dhaka
শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪

‘হোয়াইটওয়াশ’ এড়াতে ইংল্যান্ডের দরকার ১৫৯ রান

লেখক থেকে আরো

টি-টোয়েন্টিতে ভয়ডরহীন ক্রিকেটের জয়গান বাংলাদেশ শোনাচ্ছিল শুরু থেকেই, ম্যাচেও এসেছিল জয়। কিন্তু দুই ম্যাচেই পরে ব্যাট করায় কিছুটা সংশয় ছিল অনেকের।

তবে তৃতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ যে ‘ইন্টেন্টে’ ব্যাট করেছে, তাতে এই দলটা যে আলাদা মন্ত্রে উজ্জ্বীবিত; সেটাই যেন দেখা গেল আরও একবার।  

রনি তালুকদারকে নিয়ে লিটন দাস শুরু করলেন দারুণ।

এরপর সময়ের সঙ্গে লিটনের সঙ্গী হলেন নাজমুল হোসেন শান্ত। তাদের আক্রমণাত্মক ব্যাটিংয়ের সঙ্গে ইংল্যান্ডের ফিল্ডিং মিস; সঙ্গে টি-টোয়েন্টি ব্যাটিংয়ের চাহিদা মেটানো।

সব মিলিয়ে ইংল্যান্ডকে ধবলধোলাই করার ব্যাটিংটা খুব একটা মন্দ হয়নি।  

মঙ্গলবার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষটিতে জয়ের জন্য ইংল্যান্ডের সামনে ১৫৯ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ২ উইকেট হারিয়ে এই সংগ্রহ দাঁড় করায় স্বাগতিকরা। এ ম্যাচের একাদশে দুই পরিবতর্ন নিয়ে খেলতে নামে বাংলাদেশ। তানভীর ইসলামের অভিষেক হয় নাসুম আহমেদের জায়গায়, আফিফ হোসেনের জায়গা নেন শামীম পাটোয়ারী।

spot_img

সম্পর্কিত নিবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisement -spot_img

সাম্প্রতিক সংবাদ