20 C
Dhaka
শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪

ফের পেছালো খালেদার গ্যাটকো মামলার চার্জ শুনানি

লেখক থেকে আরো

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামে দায়ের করা গ্যাটকো দুর্নীতি মামলায় চার্জ গঠন শুনানির তারিখ পিছিয়ে আগামী ১৭ মে দিন ধার্য করেছেন আদালত।  

মঙ্গলবার (১৪ মার্চ) ঢাকার বিশেষ জজ-৩ এর আলী হোসেনের আদালতে মামলাটি চার্জ শুনানির জন্য ধার্য ছিল।

তবে খালেদা জিয়া অসুস্থ থাকায় সময় আবেদন করেন তার আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবাহ। আদালত সময় আবেদন মঞ্জুর করে চার্জ শুনানির এদিন ঠিক করেন।

আসামিপক্ষের অন্যতম আইনজীবী হান্নান ভূঁইয়া এ তথ্য জানান।

গত ১৭ জুলাই দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে শুনানি শেষ হয়েছে।

ওইদিন দুদকের পক্ষে চার্জ শুনানি করেন প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল। এরপর ২৪ জুলাই মামলার তিন আসামি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) সাবেক চেয়ারম্যান কমোডর জুলফিকার আলী, বন্দর কর্তৃপক্ষের সাবেক সদস্য এ কে রশিদ উদ্দিন আহমেদ ও বন্দরের সাবেক পরিচালক (পরিবহন) এ এম সানোয়ার হোসেনের পক্ষে তাদের আইনজীবীরা অব্যাহতির আবেদনের বিষয়ে শুনানি করেন।  

২০০৭ সালের ২ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও থানায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১৩ জনের নামে দুদকের উপ-পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে চট্টগ্রাম বন্দরের কনটেইনার হ্যান্ডলিংয়ের কাজ গ্লোবাল অ্যাগ্রো ট্রেড কোম্পানিকে (গ্যাটকো) পাইয়ে দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে রাষ্ট্রের প্রায় এক হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে।

spot_img

সম্পর্কিত নিবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisement -spot_img

সাম্প্রতিক সংবাদ